loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে ‘এগিয়ে’ শাহবাজ শরীফ


পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে ‘এগিয়ে’ শাহবাজ শরীফ

অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে শাহবাজ শরীফ ও শাহ মাহমুদ কুরেশির মনোনয়নপত্র গৃহীত হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর প্রেসিডেন্ট শাহবাজ তাঁর প্রতিদ্বন্দ্বী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ভাইস প্রেসিডেন্ট কুরেশির চেয়ে এগিয়ে আছেন। কেননা, বিরোধীদের অনাস্থায় পিটিআইকে ক্ষমতার দৃশ্যপট থেকে সরে যেতে হয়েছে। অন্যদিকে, বিরোধীজোটের নেতা হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ।

সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পথে এগিয়ে আছেন। তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

অন্যদিকে, ক্ষমতাচ্যুত পিটিআই-এর আইনপ্রণেতারা পার্লামেন্টের জাতীয় পরিষদ থেকে গণ-পদত্যাগের বিষয়ে দ্বিধাবিভক্ত রয়েছেন। এ-বিষয়ে সিদ্ধান্ত নিতে ইমরান খান সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় পার্লামেন্ট হাউসে পার্লামেন্টারি পার্টির বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে পিটিআই নেতা কোরেশিরও ভাগ্য নির্ধারিত হবে। কেননা, পিটিআই-এর আইনপ্রণেতা হিসেবে তিনি পদত্যাগ করবেন কি-না বা প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে অংশ নেবেন কি-না, সেই সিদ্ধান্ত সেই বৈঠক থেকে আসতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের দল যে-সিদ্ধান্তই নিক না কেন, তা বিরোধীজোটের নেতা শাহবাজের প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে কোনো প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না।

Loading...