loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

২০২৬ কমনওয়েল্থ গেমস অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে


২০২৬ কমনওয়েল্থ গেমস অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে

২০২৬ কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান প্রদেশে হবে বলে আয়োজক শহরটির পক্ষ থেকে ঘোষণ দেওয়া হয়েছে। একইসাথে জানানো হয়েছে প্রতিটি ইভেন্টই প্রদেশটির রাজধানী মেলবোর্নের বাইরে হবে।

ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুস ভিক্টোরিয়াকে এত বড় একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার জন্য কমনওয়েল্থ গেমস ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে তিনি স্বীকার করেছেন, মেলবোর্নের বাইরে সবগুলো ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও যথেষ্ট সফল একটি গেমস আয়োজনের ব্যাপারে তাঁরা আশাবাদী। ২০২৬ গেমসের ইভেন্টগুলো ভিক্টোরিয়ার চারটি প্রাদেশিক শহর গিলং, বালারাত, বেনডিগো ও গিপসল্যান্ডে আয়ােজন করা হবে। প্রতিটি শহরেই তাঁদের নিজস্ব অ্যাথলেট ভিলেজ গড়ে তোলা হবে। 

তবে, গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম মেলকোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হবে। এই স্টেডিয়ামে এক লাখেরও বেশি দর্শক ধারণক্ষমতা রয়েছে। এ-পর্যন্ত ১৬টি ক্রীড়ার বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে। এর মধ্যে একুয়াটিক্স, সাইক্লিং ও টি-২০ ক্রিকেট অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে ক্রীড়ার সংখ্যা আরও বাড়তে পারে। 

কমনওয়েল্থ গেমস ফেডারেশনের সভাপতি লুইস মার্টিন বলেছেন ভিক্টোরিয়া এই ধরনের একটি গেমস আয়োজনের যথেষ্ট শক্তিশালী ভূমিকা রাখার যোগ্যতা রাখে। আমাদের পরবর্তী যাত্রার জন্য ভিক্টোরিয়াকে আমরা নতুন একটি ভেনু হিসেবে আবিষ্কার করতে চাই।’

এনিয়ে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ায় কমনওয়েল্থ গেমস আয়োজিত হচ্ছে। ২০০৬ সালে মেলবোর্নের পরে ভিক্টোরিয়ায় দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে কমনওয়েল্থ সদস্যভুক্ত দেশগুলোর সচেয়ে বড় এই ক্রীড়া আসর। 

এন্ড্রুস জানিয়েছে ২০২৬ কমনওয়েলথ গেমসের মাধ্যমে ভিক্টোরিয়ান অর্থনীতি তিন বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। বিশেষ করে, করোনা-মহামারিতে থমকে যাওয়া অর্থনীতির চাকা এর মাধ্যমে অনেকটাই সচল হবে বলে তাঁর বিশ্বাস। 

২০১৮ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল কোস্টে কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল। প্রতি চার বছর অন্তর এই গেমস আয়োজিত হয়ে থাকে। কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের চার হাজারেরও বেশি ক্রীড়াবিদ এই গেমসে অংশ নিয়ে থাকেন। 

২০২২ কমনওয়েলথ গেমসের আসর  আগামী ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে বসবে।

Loading...