loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

‘বাংলাদেশ ও ভারতের পোশাক রপ্তানিকারকদের সহযোগিতায় বাণিজ্য সম্প্রসারণ হবে’


‘বাংলাদেশ ও ভারতের পোশাক রপ্তানিকারকদের সহযোগিতায় বাণিজ্য সম্প্রসারণ হবে’

বাংলাদেশ ও ভারতের পোশাক রপ্তানিকারকদের মধ্যে অধিকতর যোগাযোগ ও সহযোগিতা দু’দেশের বাণিজ্যে নতুন সুযোগ উন্মোচন করতে পারে। দ্বি-পাক্ষিক বাণিজ্যের সুফল কাজে লাগানোর জন্য দুই দেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকগণ কিভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে – সেই উপায় খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রোববার (২৪ এপ্রিল) অ্যাপারেল রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক রেনু মহিদ্রা ঢাকায় বিজিএমইএ কার্যালয় পরিদর্শনে এলে তাঁর সাথে মতবিনিময়কালে এ-কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাপারেল অনলাইন-এর সহকারী সম্পাদক নিতিশ ভার্শনি।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বাণিজ্য মেলা প্রদর্শনী আয়োজন এবং অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পকে বৈশ্বিকভাবে তুলে ধরতে বিজিএমইএ এবং অ্যাপারেল রিসোর্সেস কিভাবে সম্ভাব্য সহযোগিতা প্রদান করতে পারে – সেটা নিয়ে আলোচনা হয়েছে।

তাঁরা আগামী জুলাইয়ে ভারতের বেঙ্গালুরুতে শেরাটন হোটেলে অনুষ্ঠেয় অ্যাপারেল সোর্সিং উইক-এ বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের অংশগ্রহণের বিষয় নিয়েও কথা বলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...