loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ডেনমার্কের রাজকুমারী মেরি ঢাকায় এসেছেন


ডেনমার্কের রাজকুমারী মেরি ঢাকায় এসেছেন

ডেনমার্কের রাজকুমারী মেরি তিন দিনের সফরে সোমবার (২৪ এপ্রিল) সকালে ঢাকা এসে পৌঁছেছেন। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ডেনমার্কের রাজকুমারীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

রাজকুমারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি প্রত্যক্ষ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও রাজকুমারী মেরির সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের পরে রাজকুমারী সোমবার বিকেলেই কক্সবাজার যাবেন।

মঙ্গলবার রাজকুমারী বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। এছাড়া, তিনি স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময় করবেন।

বুধবার রাজকুমারী কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরা যাবেন এবং সুন্দরবন অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

রাজকুমারী মেরি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুলতলী গ্রামের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং পায়ে হেঁটে একটি সাইক্লোন শেল্টার ও উপকুলীয় বাঁধ পরিদর্শন করবেন।

তিনি জীববৈচিত্র্য এবং সুন্দরবন অঞ্চলে লবনাক্ত পানি প্রবেশের বিষয় নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। 

রাজকুমারী মেরি বুধবার রাতে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করবেন।

Loading...