loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাক্রান্ত


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাক্রান্ত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) কমলা হ্যারিসের শরীরে করোনা শনাক্ত হয়। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

করোনা-সংক্রমিত হওয়া নিয়ে কমলা হ্যারিস মঙ্গলবার টুইট করেছেন। টুইটে তিনি বলেন, ‘আজ আমার করোনা পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই। আমি বিচ্ছিন্ন থাকবো। সিডিসির নির্দেশনা অনুসরণ করব। আমি বুস্টার ডোজসহ টিকা পাওয়ায় কৃতজ্ঞ।’

কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, র‍্যাপিড ও পিসিআর উভয় পরীক্ষায় ভাইস প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়। তাঁর কোনো উপসর্গ নেই। তিনি সঙ্গনিরোধ (আইসােলেশেন) অবস্থায় থাকবেন। ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন তিনি।

কার্স্টেন অ্যালেন আরও বলেন, কমলা হ্যারিস সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সান্নিধ্যে আসেননি। করোনা পরীক্ষায় নেগেটিভ এলে কমলা হ্যারিস হোয়াইট হাউসে ফিরবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে সাম্প্রতিক ভ্রমণ সময়সূচির কারণে প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডির সান্নিধ্যে আসেননি কমলা হ্যারিস।

৫৭ বছর বয়সী কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ গত মাসে করোনায় সংক্রমিত হয়েছিলেন; কিন্তু তখন কমলা হ্যারিস সংক্রমণ এড়াতে পেরেছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্টের এমন সময়ে করোনা শনাক্ত হলো, যখন যুক্তরাষ্ট্র বেশিরভাগ করোনা-বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে।

গত জানুয়ারির শুরুর দিকে ওয়াশিংটনে করোনা শনাক্তের হার ধীরে ধীরে কমতে শুরু করে। এর ঠিক আগে দেশটি ওমিক্রন ভ্যারিয়েন্ট তরঙ্গের মুখোমুখি হয়েছিল। তবে, সম্প্রতি আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১০ লাখের বেশি মানুষ।

Loading...