loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

মাদ্রিদ ওপেনের মাধ্যমে কোর্টে ফিরছেন নাদাল


মাদ্রিদ ওপেনের মাধ্যমে কোর্টে ফিরছেন নাদাল

আগামী ১ মে শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামূলক টেনিসে ফিরছেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতির অংশ হিসেবেই কোর্টে ফিরে আসছেন বলে ইঙ্গিত দিয়েছেন ১৩বারের রোলা গাঁরো চ্যাম্পিয়ন নাদাল।

৩৫ বছর বয়সী নাদাল গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছেন। পাঁজরের হাড়ের আঘাতের কারণে চার সপ্তাহ কোর্টের বাইরে ছিলেন এই স্প্যানিয়ার্ড।

প্রস্তুতির ঘাটতি সত্ত্বেও নিজদেশের রাজধানীতে খেলার ইচ্ছে পোষণ করেছেন নাদাল। মঙ্গলবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আগ্রহের কথা জানান তিনি।

গত ২২ মার্চ ইন্ডিয়ান ওয়েল্সের ফাইনালে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়ে নাদাল ইঙ্গিত দিয়েছিলেন চার থেকে ছয় সপ্তাহ তাঁকে বিশ্রামে থাকতে হতে পারে। ফাইনালে পরাজিত হয়ে ২০২২ সালে ২০ ম্যাচ পরে হারের স্বাদ পেয়েছিলেন নাদাল।

নাদাল মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের স্মরণীয় ফাইনালে দানিল মেদভেদেভকে পরাজিত করে তাঁর দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ ও রজার ফেদেরারকে পেছনে ফেলে রেকর্ড ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন।

আগামী ২২ মে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন।

Loading...