loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলেছে


ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলেছে

পবিত্র ঈদ-উল-ফিতরের ছয় দিনের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলেছে দেশের সব সরকারি অফিস-আদালত। এদিন থেকে সরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরছে। প্রথম দিন অফিসে উপস্থিতি ছিল কিছুটা কম। কর্মকর্তা-কর্মচারীগণ অফিসে এসে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং কোলাকুলি করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সাপ্তাহিক দুইদিন মিলে এবারের ঈদে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে  পেরেছেন সরকারি চাকরিজীবীরা। গত ২৯ ও ৩০ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার ছিল সপ্তাহিক ছুটি; ১ মে রোববার ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ঈদের ছুটি ছিল।

করোনা-মহামারির কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদগাহে জামাত হয়নি। তবে, এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতসহ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে।

ঈদের পরে প্রথম কর্মদিবস রাজধানীর সড়কে যান চলাচল ছিল কম। প্রায় অধিকাংশ সড়ক ছিল ফাঁকা। ফলে সহজে চলাচল করতে পারছেন মানুষ। করোনা বিধি-নিষেধের দুই বছর পরে এবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হলো।

Loading...