loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

সয়াবিন তেলের দাম বৃদ্ধি


সয়াবিন তেলের দাম বৃদ্ধি

বাংলাদেশের ভোজ্যতেল মিল মালিকরা বৃহস্পতিবার (৫ মে) বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করেছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাক্চারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খোলা বা প্যাকেটবিহীন সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪৪ টাকা বাড়িয়ে বৃহস্পতিবার থেকে প্রতি লিটার ১৮০ টাকায় করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্ববাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ার কথা বিবেচনা করে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির করা জরুরি হয়ে পড়েছে। এ-বিষয়ে মন্ত্রণালয় আগামী মাসে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে বৈঠকে বসতে পারে বলেও তিনি জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

স্থানীয় বাজারের জন্য ২০ মার্চ সর্বশেষ সংশোধনের পরে ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে।

ভোজ্যতেল শোধনাগারের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৮৫ টাকা। শোধনাগারগুলো পাম অয়েলের দামও লিটার প্রতি ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৭২ টাকা করেছে।

এর আগে, চলতি বছরের ২০ মার্চ একবার বোতলজাত ভোজ্য সয়াবিন তেলের দাম ৮ টাকা কমিয়ে প্রতি লিটার ১৬০ টাকা এবং খোলা তেলের দাম ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা করা হয়েছিল।

Loading...