loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ভেরোনাকে হারিয়ে শিরোপার আরও কাছে মিলান


ভেরোনাকে হারিয়ে শিরোপার আরও কাছে মিলান

ঘরোয়া লিগ শিরোপা জয় করতে হলে এই ম্যাচে জেতার বিকল্প ছিল না এসি মিলানের কাছে; কিন্তু প্রথমার্ধের শেষে এক গোল হজম করে পিছিয়ে পড়ে ক্লাবটি। যদিও ম্যাচে ফিরতে সময় নেয়নি স্টেফানো পিওলির দল। প্রথমার্ধেই সমতায় ফিরে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে দারুণ জয় তুলে নিয়েছে মিলান।

সিরি আ লিগে রোববার (৮ মে) রাতে হেলাস ভেরোনার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে মিলান। দুই গোল করেছেন সান্দ্রো টোনালি এবং একটি এসেছে আলেসান্দ্রো ফ্লোরেন্জির কাছ থেকে । এর আগে, ভেরোনাকে এগিয়ে নিয়েছিলেন ডেভিড ফারাওনি।

এই জয়ে ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো এসি মিলান। সমান-সংখ্যক ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। বাকি দুই ম্যাচ জিতলেই ২০১০-১১ মৌসুমের পরে আরও একবার লিগ শিরোপা জয় করবে এসি মিলান। তবে, মিলানের পা হড়কালে সুযোগ কাজে লাগিয়ে লিগ জিতে নিতে পারে ইন্টার মিলান।

২০১১-১২ মৌসুমের পরে আরও একবার দুই ম্যাচ বাকি থাকতেই ৮০ পয়েন্ট অর্জন করলো এসি মিলান।

এদিন প্রতিপক্ষের মাঠে ৩৮ মিনিটে ফারাওনির গোলে পিছিয়ে পড়ে মিলান। বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরে মিলান। গোল করেন সান্দ্রো টোনালি। বিরতি থেকে ফিরে চার মিনিটের মধ্যে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন টোনালি। আর ৮৬ মিনিটে ফ্লোরেন্জির গোলে জয় নিশ্চিত হয় মিলানের।

অন্যদিকে, জার্মানির বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ২-২ গোলে ড্র করেছে স্টুটগার্টের সঙ্গে। এই ড্রয়ে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট হলো আগেই শিরোপা জয় করা বায়ার্নের।

Loading...