loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মাদ্রিদ ওপেন জিতলেন কার্লোস আলকারা


মাদ্রিদ ওপেন জিতলেন কার্লোস আলকারা

কার্লোস আলকারা মাত্র গত মাসেই মায়ামিতে নিজের প্রথম মাস্টার্স শিরোপা জিতেছেন। এর পর থেকেই রাফায়েল নাদালের পরে টেনিসে আরেকজন মহাতারকা পাওয়ার স্বপ্ন দেখছে স্পেন। আর সেই স্বপ্ন যে বাস্তবায়ন হতেই পারে, মাদ্রিদ ওপেনেই সেটার ইঙ্গিত দিলেন আলকারা। কোয়ার্টার-ফাইনালে নাদালকে হারিয়েছেন, সেমিফাইনালে এক সেটে পিছিয়ে পড়েও হারিয়ে দেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে; আর রোববারের (৮ মে) ফাইনালে দ্বিতীয় বাছাই জার্মানির আলেজান্ডার স্পেরেভকে হারিয়েছেন ৬-৩, ৬-১ গেমে।

এই জয়ে চলতি মাসের ২২ তারিখ শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের আগেই র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসবেন আলকারা। স্প্যানিশ তারকার কাছে এই জয় অন্য সবগুলোর চেয়ে আলাদা। তিনি বলেছেন ‘এটা একটা বিশেষ টুর্নামেন্ট। কারণ, সাত বা আট বছর বয়স থেকে এই টুর্নামেন্ট দেখতে আসি।’

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আলকারার। প্রথম সেটে স্পেরেভের তৃতীয় সার্ভ ব্রেক করেছেন আলকারা; এরপর ম্যাচে আর ফিরতে পারেননি জার্মান তারকা। দ্বিতীয় সেটেও তিনবার স্পেরেভের সার্ভ ব্রেক করেছেন আলকারা।

আলকারাকে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় বলেছেন স্পেরেভ। স্প্যানিশ তরুণ অবশ্য এমন প্রশস্তি বিনয়ের সঙ্গেই প্রত্যাখ্যান করেছেন, ‘জোকোভিচ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। যদিও আমি বার্সেলোনায় জিতেছি এবং মাদ্রিদে জোকোভিচ ও নাদালকে হারিয়েছি, তবু আমি নিজেকে বিশ্বের সেরা মনে করি না। আগামীকাল সম্ভবত (র‍্যাঙ্কিংয়ে) আমি ষষ্ঠ হবো, এর মানে সেরা হওয়ার পথে আমার সামনে আরও পাঁচজন আছেন।’

Loading...