loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ভিলাকে হারিয়ে শিরোপা লড়াইয়েই লিভারপুল


ভিলাকে হারিয়ে শিরোপা লড়াইয়েই লিভারপুল

লিভারপুল আগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ড্র করে প্রিমিয়ার লিগ শিরোপার দৌঁড়ে কিছুটা পিছিয়ে পড়েছিল। মঙ্গলবার (১০ মে) রাতেও ভিলা পার্কে শুরুতে গোল হজম করায় আবার শঙ্কার মেঘ উঁকি দিয়েছিল। যাহোক, জোয়েল মাতিপ ও সাদিও মানের গোলে সেই মেঘ উড়িয়ে দিয়েছে ‘দি রেড’রা। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আশা এখনও বেঁচে রইলো ক্লাবটির।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ এদিন দলের টপ স্কোরার মোহাম্মদ সালাহকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজিয়েছিলেন। ফলে, আক্রমণের দায়িত্ব পড়ে সাদিও মানে, দিয়েগো জোতা ও লুইস ডিয়াসের কাঁধে। কিন্তু তাঁরা নিজেদের মেলে ধরার আগেই গোল আদায় করে নেয় অ্যাস্টন ভিলা।

তৃতীয় মিনিটে ওলি ওয়াটকিন্সের শট অ্যালিসন ফেরানোর পরের আক্রমণটি থেকে এগিয়ে যায় স্টিভেন জেরার্ডের দল। লুকাস দিনিয়ের ক্রসে লুইসের হেড ফেরালেও গ্লাভসে জমাতে পারেননি অ্যালিসন। মুক্ত বল ফিরতি শটে জালে উড়িয়ে উচ্ছ্বাসে ভাসেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগ্লাস লুইজ।

অবশ্য, পিছিয়ে পড়ার ধাক্কা অবশ্য দ্রুতই সামলে নেয় লিভারপুল। তিন মিনিট পর আর্নল্ডের ক্রস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি অ্যাস্টন ভিলার টাইরন মিঙ্গস। সেই বল চলে যায় ভার্জিল ফন ডাইকের কাছে, ডাচ এই ডিফেন্ডার পাস বাড়ান ডি-বক্সে; আর তা থেকে নিখুঁত ছোঁয়ায় গোল করেন জোয়েল মাতিপ।

আক্রমণ ও পাল্টা আক্রমণের এই উত্তাপ অবশ্য বেশিক্ষণ ছিল না। সমতায় ফেরার পর থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করতে থাকে শক্তিশালী লিভারপুল; যদিও প্রথমার্ধে আর গোল করতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ফ্রি কিক পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৬৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে সতীর্থের লং পাস ধরে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান দিয়াস; হেড করে জাল স্পর্শ করেন সাদিও মানে। এই মৌসুমে এটি মানের দ্বাবিংশ গোল।

শেষ দিকে ড্যানি ইঙ্গস জোরালো শটে লিভারপুলের জালে বল জড়িয়েছিলেন; কিন্তু এই ইংলিশ ফরোয়ার্ড আগে থেকেই অফসাইডে থাকায় গোল হয়নি। শেষ পর্যন্ত ওই ২-১ গোলে পরাজিত হয়েই ঘরের মাঠ ছাড়তে হয়েছে ভিলাকে।

৩৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে একাদশ স্থান রয়েছে অ্যাস্টন ভিলা। আর ৩৬ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। অবশ্য, ক্লাবটি এক ম্যাচ কম খেলেছে এবং লিভারপুলের চেয়ে দলটির গোল ব্যবধানও বেশি।

Loading...