loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুলের পরে আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

মোহামেডান-চট্টগ্রাম আবাহনীর ম্যাচে কেউ জেতেনি


মোহামেডান-চট্টগ্রাম আবাহনীর ম্যাচে কেউ জেতেনি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সোমবার (৯ মে) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিলো। আক্রমণ-পালটা আক্রমণের ম্যাচটি ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছে। হ্যাটট্রিক করেছেন মোহামেডানের মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে।

১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে চট্টগ্রাম আবাহনী। সমান-সংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মোহামেডান।

এদিন শুরুতে মোহামেডান এগিয়ে গেলেও পরপর দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধে বিতর্কিত পেনাল্টিতে ব্যবধান ৩-১ করে ফেলে আবাহনী। তবে, ৬৯ মিনিট এবং শেষ মিনিটে করা দিয়াবাতের গোলে হার থেকে রক্ষা পেয়েছে মোহামেডান।

দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। সতীর্থের মাপা ক্রসে বক্সের ভেতর থেকে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন সোলেমান দিয়াবাতে। ১৩ মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। মাঝমাঠের সামনে থেকে সোহেল রানার তুলে দেওয়া বল বক্সের এক পাশ থেকে কেহিন্দা ঈসা হেডে গোলমুখে পাঠালে সেখানে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন সাখাওয়াত হোসেন রনি। 

২৩ মিনিটে সাখাওয়াত হোসেন রনির গোলে ব্যবধান বাড়ায় চট্টগ্রাম আবাহনী। পিটার থ্যাংকগডের থ্রু পাস ধরে বক্সের কোনাকুনি থেকে ডান পায়ের শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন এই স্ট্রাইকার।

বিপত্তি বাধে ম্যাচের ৫৩ মিনিটে রেফারির সিদ্ধান্তকে ঘিরে। আক্রমণে ওঠে আবাহনীর একজন ফুটবলার, বক্সের ভেতরে তাঁকে ফেলে দেন ডিফেন্ডার জাসমিন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি; কিন্তু এই সিদ্ধান্ত মানতে না পারায় প্রতিবাদ জানান সাদা-কালো জার্সিধারীরা। তাঁদের দাবি, এটা পেনাল্টি বাঁশি বাজানোর মতো ফাউল ছিল না। এক পর্যায়ে মাঠ ছেড়ে বাইরে চলে যান দিয়াবাতে-জাফর ইকবালরা; যদিও তা কয়েক মিনিটের জন্য। কোচিং প্যানেলের সঙ্গে কথা বলে কিছু সময় বাদেই আবারও মাঠে ফিরে আসেন মোহামেডানের খেলোয়াড়রা। রেফারির সিদ্ধান্ত অনুযায়ীই পেনাল্টি নেয় চট্টগ্রাম আবাহনী। স্পট কিকে আবাহনীকে এগিয়ে নেন পিটার থ্যাংকগড (৩-১)।

৬৩ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান; কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন দিয়াবাতে। তবে পাঁচ মিনিট বাদেই সেই দিয়াবাতের গোলে ব্যবধান ৩-২ করে মোহামেডান। যোগ করা পঞ্চম মিনিটে নাটকীয়ভাবে হ্যাটট্রিক করে মোহামেডানকে রক্ষা করেন দিয়াবাতে।

দিনের অন্য ম্যাচে রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়াসংঘকে ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা। দুই গোল করেছেন মোস্তাফা কাহরাবা।

১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে বারিধারা। সমান-সংখ্যক ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে একাবারে নিচে স্বাধীনতা ক্রীড়াসংঘ।

Loading...