loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সানিয়া মির্জা অবসরে যাবেন ইউএস ওপেন খেলেই!


সানিয়া মির্জা অবসরে যাবেন ইউএস ওপেন খেলেই!

ছয়বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি সারতে আপাতত রোমে রয়েছেন (ইটালিয়ান ওপেন খেলছেন)। সেখান থেকেই নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এ-বছরের ইউএস ওপেনের পরেই সম্ভবত টেনিস কাের্টকে বিদায় জানাবেন সানিয়া; এখন পর্যন্ত সেরকমই পরিকল্পনা করে রেখেছেন তিনি। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

সানিয়া আগেই জানিয়েছিলেন, এই বছরই টেনিসকে বিদায় জানাবেন। কিন্তু, ঠিক কবে অবসর নেবেন – সেটা জানাননি। মঙ্গলবার (১০ মে) তিনি জানালেন, বছরের শেষ গ্র্যান্ড স্লাম – ইউএস ওপেন খেলেই অবসরের পরিকল্পনা করেছেন। অবশ্য, নতুন করে আঘাত পেলে তার আগেই সরে দাঁড়াবেন।

সানিয়া জানালেন, শরীর ফিট থাকলে বা নতুন করে চোট না পেলে তিনি ফ্রেঞ্চ ওপেনের পরে বছরের বাকি দু’টি গ্র্যান্ড স্লাম – উইম্বলডন ও ইউএস ওপেনেও খেলবেন। প্রতিটি প্রতিযোগিতার আগে প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট কোর্টের দু’-একটি প্রতিযোগিতাতেও খেলবেন। তবে, কোন কোন প্রস্তুতি প্রতিযোগিতায় খেলবেন – তা এখনও ঠিক করেননি। এখন যেমন ক্লে-কোর্টের প্রস্তুতি সারতে রোমে খেলছেন। এরপর ১৫ মে থেকে ফ্রান্সের স্ট্রসবার্গে আরও একটি প্রতিযোগিতায় খেলতে পারেন। যদিও সেটি চূড়ান্ত নয়। ২২ মে থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু হচ্ছে; চলবে ৫ জুন পর্যন্ত।

বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডন চলবে ২৭ জুন থেকে ১০ জুলাই। তার আগে বার্মিংহাম, বার্লিন বা ইস্টবোর্নে ঘাসের কোর্টে প্রস্তুতি শেষ করতে পারেন সানিয়া। বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন শুরু হবে ২৯ অগাস্ট; চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। তত দিন চোটমুক্ত থাকলে খেলে যাবেন সানিয়া।

Loading...