loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অ্যাটালান্টাকে হারিয়ে শিরোপার আরও কাছে এসি মিলান


অ্যাটালান্টাকে হারিয়ে শিরোপার আরও কাছে এসি মিলান

শিরোপা জয়ে পথে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না এ সি মিলানের কাছে। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্টেফানো পিওলির দল। যাহোক, দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুণ জয় তুলে নিয়েছে দলটি। এই জয়ের লিগ শিরোপার সুবাস পাচ্ছে সান সিরোর ক্লাবটি।

ইতালির সিরি আ লিগে রোববার (১৫ মে) রাতে ঘরে মাঠ সান সিরোতে অ্যাটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে এসি মিলান। গোল করেছেন রাফায়েল লিও ও থিও হার্নান্দেজ।

এই জয়ে ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো এসি মিলান। সমান-সংখ্যক ম্যাচ খেলে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। লিগের শেষ ম্যাচ জিতলেই ১০ মৌসুম পরে লিগ শিরোপা পুনরুদ্ধার করবে মিলান। সর্বশেষ ২০১০-১১ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল ক্লাবটি।

অন্যদিকে, একই রাতে কাগলিয়ারিতে ৩-১ গোলে পরাজিত করেছে ইন্টার মিলান। এই ম্যাচে ইন্টার পয়েন্ট হারালেই লিগ শিরোপা নিশ্চিত হতো এসি মিলান-এর।

এদিন ঘরের মাঠে শুরুর ৪৫ মিনিটে গোল করতে পারেনি মিলান। এগিয়ে যেতে দলটি সময় নিয়েছে ৫৬ মিনিট। রাফায়েল লিওর গোলে এগিয়ে যায় মিলান। এরপর ৭৫ মিনিটে থিও হার্নান্দেজের গোল স্বস্তির এক জয় এনে দেয় মিলানকে।

Loading...