loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

এগিয়ে গিয়েও কাদিজকে হারাতে পারেনি রিয়াল


এগিয়ে গিয়েও কাদিজকে হারাতে পারেনি রিয়াল

চলতি লা লিগার শিরোপা অনেক আগেই নিশ্চিত করা রিয়াল মাদ্রিদ প্রথম সারির বেশ কয়েকজনকে ছাড়াই শুরুতেই এগিয়ে গিয়েছিল। আক্রমণগুলোও ছিল বেশ ধারালো। যাহোক, বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে স্বাগতিক কাদিজ।

কাদিজ-এর মাঠে রোববার (১৫ মে) দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করেও রিয়াল পারেনি ব্যবধান বাড়াতে। অন্যদিকে, সুবর্ণ সুযোগ নষ্ট করেছে স্বাগতিক ক্লাব; স্পট কিক থেকে গোল করতে পারেনি তাঁরা। ফলে ১-১ সমতায় ম্যাচ শেষ হয়েছে ম্যাচ। লস ব্লাংকোদের এগিয়ে নিয়েছিলেন মারিয়ানো দিয়াজ। কাদিজকে সমতায় ফেরান রুবেন সোব্রিনো।

৩৭ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান-সংখ্যক ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে অষ্টাদশ অবস্থানে রয়েছে কাদিজ।

এদিন থিবো কোর্টোয়া, লুকা মদ্রিচ, ভিনিসিয়ুস, করিম বেন্জিমা, আলাবা, কার্ভাহালের মতো খেলোয়াড়দের ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। শুরুর একাদশে সুযোগ পেয়ে দ্রুতই কোচের আস্থার প্রতিদান দিয়েছেন রদ্রিগো, দিয়াজরা। পঞ্চম মিনিটে দিয়াজের বুদ্ধিমত্তায় এগিয়ে যায় রিয়াল। ৩৭ মিনিটে সমতায় ফেরে কাদিজ। বক্সের বাইরে থেকে সোবরিনোর গতিময় শট আটকাতে পারেনি লুনিন।

রিয়াল দ্বিতীয়ার্ধে ইডেন হ্যাজার্ড, সেবাওস, কার্ভাহালকে নিমিয়েও পারেনি জাল স্পর্শ করতে। অন্যদিকে, সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কাদিজ। ৬১ মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আলভারো নেগ্রেদো। তাঁর শট ঝাঁপিয়ে রক্ষা করেন লুনিন। বাকি সময়ে আর কোনো দলই পারেনি ব্যবধান রচনা করতে।

Loading...