loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ইউভকে কিয়েলিনির বিদায়, ইউরোপায় ল্যাৎসিও


ইউভকে কিয়েলিনির বিদায়, ইউরোপায় ল্যাৎসিও

ইতালির ফুটবল তারকা জর্জিও কিয়েলিনি ইউভেন্টাসের হয়ে ঘরের মাঠ আলিয়াঁজ স্টেডিয়ামে শেষ ম্যাচটি খেললেন। সিরি-আ লিগে সোমবার (১৬ মে) ল্যাৎসিও’র বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে অবশ্য জিততে পারেনি ইউভেন্টাস। দুই গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ইনজুরি সময়ে সার্গেই মিলিনকোভিচ-সাভিচের গোলে ল্যাৎসিও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এই ড্র’র মাধ্যমে আগামী মৌসুমে ইউরোপা লিগে জায়গা করে নিলো লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকা রোমের ক্লাবটি।

এদিন ম্যাচের সপ্তদশ মিনিটেই প্রিয় অধিনায়ককে বিদায় জানিয়েছে তুরিনের ক্লাব ইউভেন্টাসের সমর্থকরা। ৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই ডিফেন্ডার গত বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের বিপক্ষে ইতালিয়ান কাপের ফাইনালে পুরো ১২০ মিনিট খেলেছেন। ঐ ম্যাচের পরেই তিনি ইউভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

তুরিনের জায়ান্টদের হয়ে ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে কিয়েলিনি জিতেছেন নয়টি লিগ শিরোপা। ম্যাচ শেষে স্থানীয় গণমাধ্যমে তিনি বলেছেন, ‘আজকের দিনটা আমার জন্য খুব কঠিন একটি দিন। যদিও আমি বিশ্বাস করি – এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো ফিটনেস আমার রয়েছে।’

আন্তর্জাতিক ক্যারিয়ারকেও ইতোমধ্যে বিদায় জানিয়েছেন কিয়েলিনি। তবে, ইউভেন্টাস ছাড়ার পরে এখনই বুট জোড়া তুলে রাখবেন কি-না, সে-সম্পর্কে সিদ্ধান্তে না আসা এই ডিফেন্ডার বলেছেন, ‘এই মুহূর্তে এটা নিয়ে ভাবছি না। আমি আরও কিছু বিষয় নিয়ে চিন্তা করছি। এ-ধরনের সিদ্ধান্ত একদিনের মধ্যে নেওয়া যায় না।’

কিয়েলিনি মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় আরেক বিদায়ী খেলোয়াড় পাওলো দিবালার হাতে অধিনায়কের আর্মব্যান্ড দিয়ে এসেছিলেন। ২৮ বছর বয়সী স্ট্রাইকার দিবালার সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ইউভেন্টাস। সে-কারণেই ২০১৫ সালে তুরিন শহরে আসা এই আর্জেন্টাইন তারকা মৌসুমের শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ম্যাচ শেষের ১২ মিনিট আগে দিবালা যখন বদলী বেঞ্চে চলে যান, তখন ইউভেন্টাস ২-১ গোলে এগিয়ে ছিল। মাঠ ত্যাগের সময় চোখের পানি ধরে রাখতে পারেননি দিবালা।

সোমবার ম্যাচের ১০ মিনিটে ডুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় স্বাগতিক ইউভেন্টাস। ৩৬ মিনিটে আলভারো মোরাতার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দলের দুই বড় তারকাকে একইদিন বিদায় জানানোর মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে এর চেয়ে ভালো সূচনা বোধ হয় আর হতে পারে না। কিন্তু, ৫১ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে ল্যাৎসিও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। এরপর ৯৫ মিনিটে মিলিনকোভিচ-সাভিচের গোলে মরিজিও সারির দল সমতা ফেরালে হতাশ হতে হয়েছে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যদেরকে।

এই এক পয়েন্টেই ইউরোপিয়ান ক্লাব আসরের দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিশ্চিত হলো ল্যাৎসিও’র। সপ্তম স্থানে থাকা ফিওরেন্টিনার (যে-দলটিকে দিনের আরেক ম্যাচে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে সাম্পদোরিয়া) চেয়ে চার পয়েন্ট এগিয়ে ইউরোপা লিগে উঠলো ল্যাৎসিও।

আসন্ন গ্রীষ্মে রোমের ক্লাবটি ছাড়ার আলোচনায় থাকা মিলিনকোভিচ-সাভিচ ম্যাচ শেষে বলেছেন, ‘আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্য অর্জনে সফল হতে হলে আমাদের আরও কিছু খেলোয়াড় দলভূক্ত করাটা জরুরি।’

সিরি-আ লিগে ৩৭টি করে ম্যাচ শেষে শীর্ষে রয়েছে ইন্টার মিলান, দ্বিতীয় স্থানে এ সি মিলান, তৃতীয় নাপোলি এবং ইউভেন্টাস রয়েছে চতুর্থ স্থানে।

Loading...