loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় মিরাজ ও তপু; পৃষ্ঠপোষক আমরা নেটওয়ার্কস


বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় মিরাজ ও তপু; পৃষ্ঠপোষক আমরা নেটওয়ার্কস

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)’র আয়োজনে এবং স্কয়ার টয়লেট্রিজ-এর পৃষ্ঠপোষকতায় আগামী ৩ জুন হতে যাচ্ছে ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠান। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের বলরুমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালে বিভিন্ন খেলায় সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হবে। ২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকেও এদিন সংবর্ধনা দেওয়া হবে।

কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২১-এর সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন ও আর্চার দিয়া সিদ্দিকী। এছাড়া, পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২১-এর সংক্ষিপ্ত তালিকায় মিরাজ ও তপুর সঙ্গে আছেন – ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা। এই দুই বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে অনুষ্ঠানের দিন। 

বর্ষসেরা পৃষ্ঠপোষক ২০২১ হয়েছে ‘আমরা নেটওয়ার্কস লিমিটেড’।

মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। এ-সময় উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা, স্কয়ার টয়লেট্রিজের হেড অফ মার্কেটিং ড. জেসমিন জামান এবং অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান তালহা বিন নজরুল। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এ-বছর ১৬টি বিভাগে সর্বমোট ১৯জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কারে ভূষিত করা হবে। আগামী ২০ মে থেকে ৩০ মে ২০২২ ইং তারিখ পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে (bspa.com.bd) গিয়ে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য ভোট দেওয়া যাবে।

১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া ক্ষেত্রে পুরস্কারের এই রীতি চালু করে বিএসপিএ। টানা ষষ্ঠবারের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার টয়লেট্রিজ।

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা

১. বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২১ (মনোনীত) – মেহেদি হাসান মিরাজ (ক্রিকেট), তপু বর্মন (ফুটবল) ও দিয়া সিদ্দিকী (আর্চারি)
২. পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২১ (মনোনীত) – মেহেদি হাসান মিরাজ (ক্রিকেট), তপু বর্মন (ফুটবল), শারমিন আক্তার সুপ্তা (ক্রিকেট)
৩. বর্ষসেরা ক্রিকেটার ২০২১ – মেহেদি হাসান মিরাজ
৪. বর্ষসেরা ফুটবলার ২০২১ – তপু বর্মন
৫. বর্ষসেরা হকি খেলোয়াড় ২০২১ – সোহানুর রহমান সবুজ
৬. বর্ষসেরা আর্চার ২০২১ – দিয়া সিদ্দিকী
৭. বর্ষসেরা বডি বিল্ডার – মাকসুদা আক্তার মৌ
৮. বর্ষসেরা কোচ ২০২১ – অস্কার ব্রুজন (বসুন্ধরা কিংস)
৯. বর্ষসেরা সাইক্লিষ্ট ২০২১ – ফয়সাল হোসেন
১০.বর্ষসেরা নারী ক্রিকেটার – শারমিন আক্তার সুপ্তা
১১. উদীয়মান ক্রীড়াবিদ ২০২১ – রিতু আক্তার (অ্যাথলেটিক্স), শরিফুল ইসলাম (ক্রিকেট) ও আলী কাদের হক (জিমন্যাস্টিক্স)
১২. তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০২১ – আকবর আলী (ফুটবল কোচ, সাতক্ষীরা) ও মো. আমিরুজ্জামান আমির বাবু (ক্রিকেট সংগঠক, মাদারীপুর)
১৩. বিশেষ সম্মাননা ২০২১ – আবদুল গাফফার (সাবেক ফুটবলার ও সংগঠক)
১৪. বর্ষসেরা সংগঠক ২০২১ – সৈয়দ শাহেদ রেজা (মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন)
১৫. সেরা সংগঠন – দাবা ফেডারেশন
১৬. বর্ষসেরা পৃষ্ঠপোষক ২০২১ – আমরা নেটওয়ার্কস লিমিটেড

Loading...