loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সাউথাম্পটনকে হারালো লিভারপুল; চাপে ম্যানসিটি


সাউথাম্পটনকে হারালো লিভারপুল; চাপে ম্যানসিটি

এদিন পরাজিত হলেই প্রিমিয়ার লিগ শিরোপা ম্যানচেস্টার সিটির কাছেই থেকে যাবে – এমন সমীকরণের ম্যাচে প্রথমে গোল হজম করে শঙ্কা জাগিয়েছিল লিভারপুল। যাহোক, দ্রুতই সমতায় ফিরে সেটি কাটিয়ে তোলেন ইয়োর্গান ক্লপের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে সাউথাম্পটনকে কোনো রকম সুযোগ না দিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে দি রেড্স।

লিভারপুল মঙ্গলবার (১৭ মে) রাতে সাউথাম্পটনের মাঠে স্বাগতিক ক্লাবটির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে। এই জয়ে ৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শিরোপা-স্বপ্ন টিকে রইলো রেড্সদের; যদিও ম্যানচেস্টার সিটি সমান-সংখ্যক ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে (৯০) শীর্ষেই রয়েছে।

আগামী রোববার (২২ মে) লিগের শেষ ম্যাচে ম্যানসিটি পয়েন্ট হারালে আর লিভারপুল জিতলে শিরোপা উঠবে ক্লপের দলের হাতে। আর সিটি জিতলে লিগ শিরোপা ধরে রাখবে পেপ গার্ডিলার দলই। অর্থাৎ, শিরােপা ধরে রাখা নিশ্চিত করতে হলে ম্যানসিটিকে জয় ভিন্ন কিছু ভাবা চলবে না।

এদিন প্রতিপক্ষের মাঠে ত্রয়ােদশ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। সাউথাম্পটনকে এগিয়ে নেন নাথান রেডমন্ড। অবশ্য, ২৭ মিনিটেই তাকুমি মিনামিনোর গোলে সমতায় ফেরে লিভারপুল। এরপর ৬৭ মিনিটে জোয়েল মাতিপের গোলে লিভারপুলের স্বস্তির জয় নিশ্চিত হয়।

রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের প্রতিপক্ষ উলভারহাম্পটন ওয়ান্ডারার্স। অন্যদিকে, ম্যানসিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।

Loading...