loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

চীনের সাংহাইয়ে জিরো কোভিড অর্জন; তবুও লকডাউনে লাখ লাখ লোক


চীনের সাংহাইয়ে জিরো কোভিড অর্জন; তবুও লকডাউনে লাখ লাখ লোক

চীনের অন্যতম বৃহৎ শহর সাংহাই মঙ্গলবার (১৭ মে) ‘জিরো কোভিড’ নীতি অর্জনের ঘোষণা দিয়েছে। তবে, শহরটির সব এলাকায় এই নীতি অর্জিত হলেও বেশ কয়েক লাখ লোক এখনও লকডাউনে রয়েছে। সাংহাই স্বাস্থ্য কমিশনের একজন কর্মকর্তা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, শহরের ১৬টি এলাকার সবক’টিতেই কমিউনিটি পর্যায়ে ইতোমধ্যে জিরো কোভিড নীতি অর্জিত হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

নগরীর ভাইস মেয়র চেন টং রোববার বলেছিলেন, চলতি সপ্তাহে নগরীর ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া শুরু হবে। অবশ্য, তিনি নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ জানাননি। মঙ্গলবারও সাংহাইয়ের লাখ লাখ বাসিন্দা তাঁদের আবাসিক এলাকার গণ্ডি ছেড়ে বাইরে যেতে পারেনি। সরকারি হিসেবে ৩৮ লাখেরও বেশি লোক বর্তমানে কঠোর লকডাউনের আওতায় রয়েছে।

তবে, সরকারের দেওয়া ভাষ্যের সাথে বাস্তবতার পার্থক্য রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা হচ্ছে। টুইটারের মতো প্লাটফর্ম ‘ওয়েবিও’তে একজন ব্লগার লিখেছেন, সমাজ যেহেতু কোভিড জিরোতে পৌঁছে গেছে, তাহলে কেন সংজিয়াং-এর লোকদের দুইদিনে একবার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়?

অপর একজনের জিজ্ঞাসা ছিল, এটি কি একটি সমান্তরাল মহাবিশ্ব সাংহাই?

অন্যদিকে, শহরটির কিছু এলাকায় সম্প্রতি লকডাউন আরও কঠোর করা হয়েছে। তবে, একাধিক কোভিড টেস্ট এবং অনুমতি পাওয়ার পরে ট্রেনে সাংহাইবাসীকে শহর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। এ-কারণে শহরটির হংকিয়াও রেলওয়ে স্টেশনে মঙ্গলবার বেশ ভিড় লক্ষ্য করা গেছে। চীনা সংবাদ মাধ্যম স্টেশন থেকে লাইভ ভিডিও প্রচার করেছে।

করোনা-সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের রাজধানী বেইজিংয়ের লাখ লাখ লোককে ঘরে থেকে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহনসেবাও এখন বন্ধ রয়েছে।

Loading...