loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ক্যান চলচ্চিত্র উৎসবে সেরা ছবি ‘ট্রায়াঙ্গল অফ স্যাডনেস’


ক্যান চলচ্চিত্র উৎসবে সেরা ছবি ‘ট্রায়াঙ্গল অফ স্যাডনেস’

এ-বছর ক্যান চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে পরিচালক রুবেন অস্টলুন্ড-এর ‘ট্রায়াঙ্গল অফ স্যাডনেস’। সামাজিক ব্যাঙ্গাত্নক এই ছবির পরিচালকের হাতে শনিবার (২৮ মে)  ‘স্বর্ণপাম’ বা পাম ডি’অর তুলে দেওয়া হয়।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চলচ্চিত্রে মডেল ও বিত্তবানদের সামাজিক অবস্থানকে হেয় করে – এমন ঘটনা তুলে ধরা হয়েছে।

এ-নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো সুইডিশ পরিচালক পাম ডি অর বা ‘স্বর্ণপাম’ পেলেন। ২০১৭ সালে প্রথম সুইডিশ চলচ্চিত্র ‘দি স্কয়ার’ এই সম্মানজনক পুরস্কার পেয়েছিল।

রুবেন অস্টলুন্ড গণমাধ্যমকে বলেছেন, ‘ছবিটি তৈরির সময় ভেবেছিলাম, একে যত ইন্টারেস্টিং করা যায়। চেয়েছিলাম, বেশি মানুষ যেন এটি দেখেন; বিষয়টি যেন তাঁদের ভাবায়।’

দর্শকদের আনন্দও দিতে চেয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছি, তাঁদের মনে প্রশ্ন জেগে উঠুক। ছবি দেখে তাঁরা এটি নিয়ে আলোচনা করুক।’

বার্তা সংস্থা এএফপি’র দর্শক প্রতিক্রিয়া-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনী শোতে দর্শকরা ছবিটির একটি দৃশ্য দেখে বেশ উচ্চস্বরে হেসেছিলেন।

‘ট্রায়াঙ্গল অফ স্যাডনেস’-এ ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকিনসন ও দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী চার্লবি ডিন অভিনয় করেছেন। একটি বিলাসবহুল প্রমোদতরীতে তাঁদের যাওয়ার দৃশ্য দিয়ে চলচ্চিত্রটি শুরু হয়। সেখানে তাঁরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রটি দর্শকদের হাসাবে আর পরিচালক দর্শকদের ভাবাবেন। পরিচালক যে-ভাষাতেই কথা বলুক না কেন, তিনি দুনিয়াটাকে ভিন্ন চোখে দেখেছেন বলেও এতে মন্তব্য করা হয়।

এক নজরে ৭৫তম ক্যান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা

মূল প্রতিযোগিতা বিভাগ

স্বর্ণপাম: ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস, রুবেন অস্টলুন্ড (সুইডেন)

গ্রাঁ প্রিঁ (যৌথভাবে): স্টার্স অ্যাট নুন, ক্লেয়ার ডেনিস (ফ্রান্স) ও ক্লোজ, লুকাস দন্ট (বেলজিয়াম)

সেরা পরিচালক: পার্ক চ্যান-উক, ডিসিশন টু লিভ, দক্ষিণ কোরিয়া

সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ, বয় ফ্রম হ্যাভেন (সুইডেন)

জুরি পুরস্কার (যৌথভাবে): দি এইট মাউন্টেন, ফিলিক্স ফন গ্রোনিনেন ও শার্লট ফান্দারমিয়ার্স (বেলজিয়াম) এবং ইও, ইয়াজি স্কলিমোস্কি (পোল্যান্ড)

ক্যান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়ের জুনে ও লুক দারদিন, টরি অ্যান্ড লকিটা (বেলজিয়াম)

সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি, হলি স্পাইডার (ইরান)

সেরা অভিনেতা: সং কাং-হো, ব্রোকার (দক্ষিণ কোরিয়া)

Loading...