loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকের মৃত্যু


ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকের মৃত্যু

হিন্দি গানের জনপ্রিয় শিল্পী কেকে, ওরফে কৃষ্ণকুমার কুনাথ পরলোকগমন করেছেন। কলকাতায় মঙ্গলবার (৩১ মে) একটি কনসার্টে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে, রাত সাড়ে নয়টার দিকে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই তারকা।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠানে অংশ নেনে কেকে। মঞ্চে গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি; সঙ্গে সঙ্গে তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে নজরুল মঞ্চে প্রবেশ করেন এই সংগীত শিল্পী। প্রচুর দর্শকের মাঝে পারফর্মও করেন কেকে। অনুষ্ঠান চলাকালে শিল্পী অস্বস্তিবোধ করছিলেন বলে জানিয়েছেন উপস্থিত দর্শকেরা। তিনি স্পটলাইট বন্ধ করতে বলছিলেন। ঘেমে যাচ্ছিলেন বারবার; তবে থামেনি তাঁর সুর। ৮.৪৫ মিনিটের দিকে শো শেষ করে বেরিয়ে যান তিনি। এরপর পৌঁছান গ্র্যান্ড হোটেলে; সেখানে প্রচণ্ড অসুস্থ বোধ করলে তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কেকে’র অকাল মৃত্যুতে শোকস্তব্ধ লাখ লাখ মানুষ। শোকবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইটারে শোক বার্তায় লিখেছেন, জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে’র অকাল মৃত্যুর খবরে মর্মাহত হয়েছি। সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে যেত তাঁর গান। তিনি আরও লিখেছেন, শিল্পীর গানেই তাঁকে চিরকাল মনে রাখবো আমরা। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।

Loading...