loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

উইন্ডিজের কাছে হেরে টেস্টে টাইগারদের শততম পরাজয়


উইন্ডিজের কাছে হেরে টেস্টে টাইগারদের শততম পরাজয়

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৪
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪০৮
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৫ ওভারে ১৮৬ (সোহান ৬০, শান্ত ৪২, লিটন ১৯, সাকিব ১৬; রোচ ৩/৫৪, আলজেরি ৩/৫৭, সিলস ৩/২১)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী
ম্যাচ ও সিরিজ-সেরা: কাইল মেয়ার্স
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে জয়ী

বাংলাদেশ দল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের শিকার হয়েছে । সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। ১৩৪ তম টেস্টে এসে বাংলাদেশ পেলো শততম হারের তিক্ত স্বাদ।

ম্যাচের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৬ রানে গুটিয়ে গিয়ে উইন্ডিজকে মাত্র ১৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়রা। জন ক্যাম্পবেল নয় ও অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট চার রানে অপরাজিত ছিলেন।

এর আগে, বৃষ্টির কারণে বিলম্বে শুরু হয় দিনের খেলা। ছয় উইকেটে ১৩২ রান নিয়ে সোমবার (২৭ জুন) মাঠে নামে বাংলাদেশ। তখনও ইনিংস পরাজয় এড়াতে টাইগারদের দরকার ছিল ৪২ রান। মেহেদী হাসান মিরাজ ফিরে যান চার রান করেই। এরপর রানের খাতা খুলতে পারেননি এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

৫০ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশের স্কোরটাকে ১৮৬-তে নিয়ে যান নুরুল হাসান সোহান। ফলে; বাংলাদেশ পায় ১২ রানের লিড; রক্ষা পায় ইনিংস পরাজয়ের হাত থেকে। 

উইন্ডিজের পক্ষে কেমার রোচ, আলজারি জোসেফ ও জয়ডেন সিলস তিনটি করে উইকেট শিকার করেন।

প্রথম টেস্টে সাত উইকেটের জয়ের পরে দ্বিতীয় ও শেষ টেস্টে ১০ উইকেটের জয় পেলো ক্যারিবিয়ান দল। দুই টেস্টেই দারুণ পারফর্ম করে ম্যাচ ও সিরিজ-সেরা হয়েছেন কাইল মেয়ার্স।

ক্রিকেটের প্রাচীন সংস্করণে তিন অঙ্কের পরাজয়ে দেখা পেলেও মাত্র ১৬টি জয় আর ১৮টি ড্র করতে পেরেছে টাইগাররা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ দল সবচেয়ে কম-সংখ্যক ম্যাচ খেলে ১০০টি টেস্ট হারলো।

Loading...