loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

অস্ট্রেলিয়ার রাজধানীতে করোনার নতুন ঢেউ


অস্ট্রেলিয়ার রাজধানীতে করোনার নতুন ঢেউ

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটির রাজধানী ক্যানবেরায় মহামারি করোনাভাইরাসের নতুন ঢেউ ছড়িয়ে পড়ার সতর্কতা জারি করেছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি) স্বাস্থ্যমন্ত্রী রাশেল স্টিফ্যান-স্মিথ বলেন, পরিসংখ্যান মডেল থেকে প্রাপ্ত তথ্যে যে-ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে এ ভূখণ্ডে বর্তমানে করোনাভাইরাসের নতুন ঢেউ চলছে।

তাঁর উদ্ধৃতি মঙ্গলবার (২৮ জুন) দিয়ে ক্যানবেরা টাইমস পরিবেশিত খবরে বলা হয়েছে, ‘আমরা করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে দেখছি এবং আমরা ধারণা করছি যে, জুলাইয়ের মধ্যে এবং অগাস্টের গোড়ার দিকে এই শীতকালে কোভিড-১৯’র আরেকটি ঢেউ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ও এর গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

মঙ্গলবার হালনাগাদ করা তথ্য অনুযায়ী, এসিটি’তে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড সৃষ্টির পরে এমন সতর্ক বার্তা দেওয়া হয়। সেখানে কোভিড-১৯ রোগে আক্রান্ত ১২১ জন এসিটি’র বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। করোনা-মহামারি শুরুর পর থেকে এই সংখ্যা সর্বোচ্চ।

অন্যদিকে, ফেডারেল স্বাস্থ্য বিভাগ জানায়, গত সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্ট্রেলিয়ায় মোট ৮০ লাখ ২৩ হাজার ২৫৯ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯,৭০৪ জন প্রাণ হারিয়েছেন। দেশটিতে বর্তমানে প্রায় দুই লাখ ২৬ হাজার ৬৫৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

Loading...