loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুলের পরে আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে রবীন্দ্র, নজরুল ও শেক্সপিয়ার কার্নিভাল অনুষ্ঠিত


বাংলাদেশ ইউনিভার্সিটিতে রবীন্দ্র, নজরুল ও শেক্সপিয়ার কার্নিভাল অনুষ্ঠিত

বেসরকারি বিশ্বদ্যিালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে দিনব্যাপী রবীন্দ্র, নজরুল এবং শেক্সপিয়ার কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষে শনিবার (৩০ জুলাই) সকালে মোহাম্মদপুরের আদাবরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে – বিইউ’র ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ কামরুল হাসান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ আমিরুল আলম খান প্রমুখ। সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ আলাউদ্দিন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. মেসবাহ কামাল রেনেসাঁ ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ এবং নজরুলের অবদানের কথা স্মরণ করে অসাম্প্রদায়িক চেতনার বাঙালি জাতিকে জাগিয়ে তোলার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান এবং সমকালীন প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিগণ নিজ নিজ বক্তব্যে সমাজ বিনির্মাণ ও মানুষের মনন গঠনে জগদ্বিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও উইলিয়াম শেক্সপিয়ার-এর অবদানের কথা উল্লেখ করেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল দুই অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁরা বাঙালি মননকে ধারণ করেছেন এবং তাঁদের সাহিত্যকর্মে এর প্রতিফলন ঘটিয়েছেন। শেক্সপিয়ারকে বুঝতে গেলে, কালান্তরের চিত্র বুঝতে হবে। তিনি কালের প্রতিবিম্ব হয়ে উঠেছেন তাঁর লেখায় মানবিক মূল্যবোধের চিরন্তন প্রতিফলন ঘটিয়ে। রবীন্দ্র, নজরুল, শেক্সপিয়ার – তিনজনই কালোত্তীর্ণ সাহিত্যিক। আমরা তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তাঁদের সাহিত্যকর্মের আদর্শ ও অনুশাসন আমাদের জীবনে প্রতিফলনের মাধ্যমে আমরা একটি আদর্শ জাতি গঠন করতে সক্ষম হবো।

ভবিষ্যতেও সাহিত্য ও মুক্তচিন্তার চর্চার জন্য এরকম আরও অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন বক্তাগণ।

কার্নিভালের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা ছাড়াও ইংরেজি বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, সকালে দিনব্যাপী কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...