loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রাজধানীতে কলেরা টিকার দ্বিতীয় ডোজ ৩ অগাস্ট শুরু


রাজধানীতে কলেরা টিকার দ্বিতীয় ডোজ ৩ অগাস্ট শুরু

রাজধানীর পাঁচটি এলাকায় ৩ অগাস্ট থেকে ১০ অগাস্ট পর্যন্ত কলেরা টিকার দ্বিতীয় ডোজ খাওয়ানো হবে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মুখে খাওয়ার এই টিকা দেওয়া হবে। তবে, ৯ অগাস্ট পবিত্র আশুরার দিনে টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম সোমবার (১ অগাস্ট) সাংবাদিকদের এ-তথ্য জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, গত ২৬ জুন থেকে ২ জুলাই ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় কলেরার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ লোক; তাঁদেরই দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

নাজমুল ইসলাম জানান, ২৬ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে প্রথম ডোজ কলেরা টিকাগ্রহীতারা স্ব স্ব টিকাকেন্দ্রে টিকাদান কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

Loading...