loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

পরুতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু


পরুতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

পরুতে সোমবার (১ অগাস্ট) মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ-রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর এটিই প্রথম ঘটনা। পরুতে এ-পর্যন্ত ৩০০’রও বেশি মানুষ এ-রোগে সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা এ-তথ্য জানিয়েছেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

রাজধানী লিমার দোস ডি মায়ো হাসপাতালের পরিচালক এডুয়ার্দো ফরফান জানান, সেই ব্যক্তি অন্যান্য শারীরিক জটিলতাসহ মাঙ্কিপক্সে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এইচআইভি/এইডস-এর চিকিৎসা বন্ধ করে দেওয়ার পরে তাঁর শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছিল।

ফরফান জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে শরীরে পচন ধরে ৪৫ বছর বয়সী সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, তাঁর হাসপাতালে প্রতিদিন মাঙ্কিপক্সে আক্রান্ত প্রায় আট বা নয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত মে মাসে আফ্রিকার বাইরে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী এ-পর্যন্ত ১৮,০০০-এর বেশি মানুষ এ-রোগে আক্রান্ত হয়েছেন।

Loading...