loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

বাংলাদেশ ইউনিভার্সিটি জার্নাল-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


বাংলাদেশ ইউনিভার্সিটি জার্নাল-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) কর্তৃক প্রকাশিত জার্নালের প্রকাশনা উৎসব রোববার (৭ অগাস্ট) মোহাম্মদপুরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মেসবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ডায়ালগ (সিপিডি)’র সম্মানিত ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জার্নাল সম্পাদনা পরিষদের প্রধান প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল হাসান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আমিরুল আলম খান এবং জার্নাল প্রকাশনা কমিটির অন্যান্য সদস্যগণ।

প্রধান অতিথির বক্তব্যে সিপিডি’র সম্মানিত ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান শিক্ষায় বিনিয়োগ সর্বোৎকৃষ্ট বিনিয়োগ বলে উল্লেখ করেন। তিনি বিইউ জার্নালে প্রকাশিত গবেষনালব্ধ ফল সংশ্লিষ্ট সকলের নিকট পৌঁছানোর ব্যবস্থা গ্রহণের উপরও গুরুত্বরোপ করেন, যাতে করে গবেষণালব্ধ সুপারিশসমূহ বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ব্যবহৃত হতে পারে। তিনি আরও বলেন, অগ্রাধিকার থাকুক আর না থাকুক, বুদ্ধিবৃত্তিক চর্চার গুরুত্ব সবক্ষেত্রেই জরুরি। গবেষণার চর্চা থাকলে পলিসি মেকিংও সহজ হয়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মেসবাহ কামাল বলেন, প্রকাশিত জার্নালটি শিক্ষক ও ছাত্রদের গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। পেশাগত দায়িত্বের প্রতি লক্ষ্য রেখে এর সম্পাদনা পরিষদ এটি প্রকাশ করে থাকে। ভবিষ্যতে যদি কোনো ছাত্র-শিক্ষক গবেষণা করতে চান, তাহলে জার্নালটি অবশ্যই তাঁর গবেষণা কাজে সহায়ক হবে।

এর আগে, অনুষ্ঠানে সূচনা বক্তব্যে জার্নাল সম্পাদনা পরিষদের প্রধান প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম জার্নাল প্রকাশনার ইতিবৃত্ত তুলে ধরে বলেন, এটিই বাংলাদেশ ইউনিভার্সিটির একমাত্র জার্নাল – যা বিগত বছরগুলোতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত হয়ে আসছে। শিক্ষা সেক্টরের সাথে সম্পৃক্ত শিক্ষকগণ নিয়মিতভাবে এই জার্নালে তাঁদের লেখা প্রকাশ করে আসছেন। জার্নালটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমাদৃত। এর প্রতিটি লেখা বিশেষজ্ঞ কর্তৃক পর্যালোচনার মাধ্যমে প্রকাশের জন্য নির্বাচিত হয়ে থাকে।

এছাড়া, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকাশিত জার্নালের লেখক নাহিদা সুলতান ও মোঃ আরেফিন রহমান খান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক (অব:)।

দ্বিতীয় পর্বে, আনুষ্ঠানিকভাবে জার্নালের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আগত অতিথি ছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, ছাত্র ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...