loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

এটিপি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মেদভেদেভ


এটিপি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মেদভেদেভ

মেক্সিকোতে গত সপ্তাহে অনুষ্ঠিত হার্ড কোর্ট টুর্নামেন্টে জয়ের মাধ্যমে প্রায় এক বছর পরে কোন প্রতিযোগিতায় জয়ের কৃতিত্ব দেখিয়েছেন ডানিল মেদভেদেভ। যদিও কোনো টুর্নামেন্টে জয়ী না হয়েও তিনি কয়েক সপ্তাহ ধরেই এটিপি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটি ঠিকই অক্ষুন্ন রেখেছেন। গত বছর ইউএস ওপেনের শিরোপা জয়ের পরে মেদভেদেভ এই প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতলেন।

জার্মানির আলেক্সান্দার স্পেরেভের চেয়ে ১০০০ রেটিং পয়েন্ট এগিয়ে মেদভেদেভ বর্তমান র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন। মেক্সিকোর ফাইনালে তিনি বর্তমান চ্যাম্পিয়ন ক্যামেরুন নোরিকে পরাজিত করেছেন। 

এদিকে অস্ট্রেলিয়ান তারকা নিক কিরিয়স ২০২০ সালের ফেব্রুয়ারির পর র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে উঠে এসেছেন। উইম্বলডনের ফাইনালে খেলা কিরিয়স বর্তমান র‌্যাঙ্কিংয়ে ৩৭তম স্থান থেকে ২৬তম স্থানে উঠে এসেছেন।

এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড়:

১. ডানিল মেদভেদেভ                                ৭৮৭৫ রেটিং পয়েন্ট
২. আলেক্সান্দার স্পেরেভ (জার্মানি)       ৬৭৬০
৩. রাফায়েল নাদাল (স্পেন)                      ৫৬২০
৪. কার্লোস আলকারাজ (স্পেন)               ৫০৩৫
৫. স্টিফানোস সিতসিপাস (গ্রিস)             ৫০০০
৬. নোভাক জকোভিচ (সার্বিয়া)                ৪৭৭০
৭. কাসপার রুড (নরওয়ে)                          ৪৬৮৫
৮. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)                         ৩৭১০
৯. ফেলিক্স অগার-আলিয়াসিমে (কানাডা) ৩৪৯০
১০. হাবার্ট হার্কাজ (পোল্যান্ড)                        ৩০১৫

Loading...