loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি, আছেন রোনাল্ডো


ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি, আছেন রোনাল্ডো

লিওনেল মেসির নামটা ব্যালন ডি'অরের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে গত প্রায় দেড় যুগ ধরে। রেকর্ড সাতবার বর্ষসেরা ফুটবলারের এই মর্যাদাপূর্ণ পুরস্কার তো তিনিই জিতেছেন। তবে, ২০০৫ সালের পরে প্রথমবারের মতো দেখা মিললো ভিন্ন এক চিত্র। ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে নেই এই আর্জেন্টাইন মহাতারকার নাম। অবশ্য, সময়ের আরেক সেরা ফুটবলার পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন। অবশ্য, মেসির ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও নেই তালিকায়।

ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবল শুক্রবার (১২ অগাস্ট) রাতে ব্যালন ডি'অরের লড়াইয়ে থাকা ফুটবলারদের নামের তালিকা প্রকাশ করেছে। প্রত্যাশিতভাবে আছেন গত ২০২১-২২ মৌসুমে ফর্মের চূড়ায় থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেন্জেমা। এবার তাঁর হাতেই পুরস্কারটি দেখছেন অনেকে। পাশাপাশি আছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোস্কি। এই দুই অভিজ্ঞের সঙ্গে তরুণ প্রতিভাবান নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডও জায়গা করে নিয়েছেন।

২০২১ সালের ব্যালন ডি’অর জয়ী মেসি গত মৌসুমে বার্সেলোনা থেকে পাড়ি জমান পিএসজিতে; যদিও শৈশবের ক্লাবের বাইরে প্রথম মৌসুমটা একদমই ভালো কাটেনি তাঁর। তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ১৪ অ্যাসিস্ট করলেও মাত্র ১১ গোল করতে সমর্থ হয়েছেন তিনি। অবশ্য, আন্তর্জাতিক পর্যায়ে মেসি ছিলেন ভালো ছন্দেই। আর্জেন্টিনার জার্সিতে ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা জয়ের পাশাপাশি ১৫ ম্যাচে সাত গোল করেন তিনি।

ব্যালন ডি'অরের নিয়মে পরিবর্তন আনা হয়েছে গত মার্চে। আগে পুরো বছরের পারফরম্যান্স হিসাব করা হতো। চলতি বছর থেকে বিবেচনায় নেওয়া হচ্ছে, ইউরোপিয়ান ফুটবলের একটি পূর্ণাঙ্গ মৌসুমের সময়কে (এক বছরের অগাস্ট থেকে পরের বছরের জুলাই পর্যন্ত)।

সংক্ষিপ্ত তালিকায় অন্যান্যদের মধ্যে আরও রয়েছেন – ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ, মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিউং মিন, বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা, ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে ও নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের নাম।

ইউয়েফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়েও শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন বেন্জেমা। গত ২০২১-২২ মৌসুমে চোখ ধাঁধানো নৈপুণ্য উপহার দেন তিনি। রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লা লিগা ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। লস ব্লাঙ্কোসদের রেকর্ড চতুর্দশ শিরোপার স্বাদ পাইয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন বেন্জেমা। ১৫ গোল নিয়ে তিনি ছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা। নক-আউট পর্বে পিএসজি ও চেল্সির বিপক্ষে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন তিনি। ২৭ বার লক্ষ্যভেদ করে লা লিগার গোলদাতাদের তালিকাতেও সবার উপরে ছিলেন বেন্জেমা। জাতীয় দলের পক্ষেও তিনি ছিলেন অসাধারণ। গত অক্টোবরে ফ্রান্সের ইউয়েফা নেশন্স লিগ জয়ে সেমিফাইনাল ও ফাইনালে একটি করে গোল করেন তিনি।

লম্বা সময় ধরে গোলের পর গোল করে যাচ্ছেন লেভান্ডোস্কি। চলমান গ্রীষ্মকালীন দলবদলে নাটকীয়ভাবে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে আলো ছড়িয়েছেন তিনি। বাভারিয়ানদের টানা দশমবার জার্মান বুন্দেসলিগা জয়েও মূল কৃতিত্ব ছিল তাঁর। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৫০ গোল করেন লেভা। লিগে ৩৪ ম্যাচে ৩৫ গোল করে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শু-ও জেতেন তিনি।

বেন্জেমার মতো ইউয়েফা বর্ষসেরা পুরস্কারের দৌড়ে শীর্ষ তিনে থাকার পরে, ব্যালন ডি'অরের তালিকাতেও আছেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্টোয়া। এছাড়া, ২০২২ সালের সেরা গোলরক্ষকের সম্মাননা, অর্থাৎ, লেভ ইয়াসিন ট্রফির লড়াইয়ে ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে তাঁর। গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। প্যারিসে লিভারপুলের বিপক্ষে শিরোপা-নির্ধারণী ম্যাচে নজরকাড়া সব সেইভ উপহার দেন কোর্টোয়া।

ম্যানচেস্টার ইউনাইটেড দলীয় পারফরম্যান্সে হতাশ করলেও ২০২১-২২ মৌসুমে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে জাল খুঁজে নেন ২৪ বার। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ হওয়ায় ইউনাইটেড পৌঁছাতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে। ফলে, এবার তাঁদেরকে খেলতে হবে ইউয়েফা ইউরোপা লিগে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, চ্যাম্পিয়ন্স লিগের খেলার আকাঙ্ক্ষার কারণেই ইউনাইটেড ছাড়তে চান রোনাল্ডো।

আগামী ১৭ অক্টোবর প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হবে ২০২২ সালের ব্যালন ডি'অর জয়ীর নাম।

২০২২ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:

থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
রাফায়েল লেয়াও (এসি মিলান)
ক্রিস্টোফার এনকুন্কু (আর বি লাইপজিগ)
মোহাম্মদ সালাহ (লিভারপুল)
জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (লিভারপুল)
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
বার্নার্দো সিল্ভা (ম্যানচেস্টার সিটি)
লুইস দিয়াজ (পোর্তো/লিভারপুল)
রবার্ট লেভান্ডোস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা)
রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি)
কাসেমিরো (রিয়াল মাদ্রিদ)
সন হিউং মিন (টটেনহ্যাম হটস্পার)
ফাবিনিয়ো (লিভারপুল)
করিম বেন্জেমা (রিয়াল মাদ্রিদ)
মাইক মাইগনান (এসি মিলান)
হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার)
দারউইন নুনেজ (বেনফিকা/ লিভারপুল)
ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি)
সাদিও মানে (লিভারপুল/বায়ার্ন মিউনিখ)
সেবাস্তিয়ান হলার (আয়াক্স আমস্টারডাম/বরুশিয়া ডর্টমুন্ড)
ক্রিস্টিয়ানো রোনাল্ডাে (ম্যানচেস্টার ইউনাইটেড)
অ্যান্টোনিও রুডিগার (চেল্সি/রিয়াল মাদ্রিদ)
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি)
লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)
আর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি)
দুসান ভ্লাহোভিচ (ফিওরেন্টিনা/ইউভেন্টাস)
জোয়াও কান্সেলো (ম্যানচেস্টার সিটি)
কিলিয়ান এমবাপে (পিএসজি)
ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল)

Loading...