loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুলের পরে আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

২৭তম স্কুল হ্যান্ডবল বৃহস্পতিবার শুরু


২৭তম স্কুল হ্যান্ডবল বৃহস্পতিবার শুরু

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২৫ অগাস্ট) শুরু হচ্ছে ‘পোলার আইসক্রিম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট’। ঢাকা মহানগরীর স্কুল-কলেজগুলো নিয়ে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি দল অংশ নেবে; যার মধ্যে রয়েছে বালক বিভাগে ২২টি ও বালিকা বিভাগে ১৮টি দল। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে হবে বালক বিভাগের ম্যাচগুলো। পার্শ্ববর্তী শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে হবে বালিকা বিভাগের ম্যাচগুলো।

হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার (২৩ অগাস্ট) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রিম-এর হেড অফ মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব, কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু এ-সময় উপস্থিত ছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা রেঞ্জ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো –

বালক বিভাগ

সানিডেল স্কুল,  ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেন্ট গ্রেগরি হাই স্কুল, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মাইলস্টোন কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি টিউটরিয়াল, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মডেল একাডেমি, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুল, নৌবাহিনী কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ও ঢাকা গভঃ মুসলিম হাই স্কুল।

বালিকা বিভাগ

ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ, সানিডেল স্কুল, কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, মাইলস্টোন কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ধানমন্ডি টিউটরিয়াল, মডেল একাডেমি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুল, শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ, নৌবাহিনী কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়।

Loading...