loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়


এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়

ভারত ২০২২ এশিয়া কাপ টি-টোয়েন্টির গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে পরাজিত করেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২৮ অগাস্ট) গ্রুপ বি’র ম্যাচে পাঁচ উইকেটে জিতেছে রোহিত শর্মার দল। পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত দুই বল হাতে রেখে জয়লাভ করে। এই জয়ের ফলে ভারত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিলো।

এদিন ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ১৭ বলে অপরাজিত ৩৩ রান করে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ভিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা দুজনেই ৩৫ রান করেছেন।

পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ৩৩ রানে তিনটি ও অভিষিক্ত নাসিম শাহ দুইটি উইকেট শিকার করেন।

এর আগে, পাকিস্তান টসে হেরে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রান করতে সক্ষম হয়। ভুবনেশ্বর কুমার ও হার্দিক পাণ্ডিয়াদের সামনে তেমন একটা সুবিধা করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। দলীয় ১৫ রানেই বাবর আজমকে হারান তাঁরা। বাবর নয় বলে ১০ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হন। এরপর, ফখর জামান ১০ রান করে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লেতে বাবর ও ফখরকে হারিয়ে পাকিস্তান করতে পেরেছে ৪৩ রান। এরপর তৃতীয় উইকেটে ৪৫ রান করেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। ২২ বলে ২৮ রান করা ইফতিখারের বিদায়ের মধ্য দিয়ে ভাঙে সেই জুটি।

ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেননি খুশদিল শাহ (২) ও আসিফ আলী (৯)। পাকিস্তান এক পর্যায়ে ১২৮ রানে নয় উইকেট হারিয়ে ফেলে। ১১ নম্বরে নেমে ছয় বলে ১৬ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ ১৪৭-এ নিতে পেরেছেন শাহনেওয়াজ দাহানি। রিজওয়ান ৪২ বলে সর্বোচ্চ ৪৩ রান করেছেন।

ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ২৬ রানে চার উইকেট শিকার করেন। এছাড়া, ২৫ রানে তিন উইকেট শিকার করেন হার্দিক পাণ্ডিয়া। অপর পেসার আর্শদিপ সিং দুই উইকেট পেয়েছেন ৩৩ রানে। 

ম্যাচ-সেরা হয়েছেন ভারতের হার্দিক পাণ্ডিয়া।

Loading...