loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সেরেনা-ভেনাস জুটি ডাবল্সে ওয়াইল্ড কার্ড পেলেন


সেরেনা-ভেনাস জুটি ডাবল্সে ওয়াইল্ড কার্ড পেলেন

যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস চার বছর পরে বড় বোন ভেনাস উইলিয়ামসের সাথে জুটি বেঁধে কোর্টে নামতে যাচ্ছেন। সেরেনা-ভেনাস জুটি ২০২২ ইউএস ওপেনের ডাবল্সে ওয়াইল্ড কার্ড পেয়েছেন। আয়োজক কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

সেরেনা ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনে শেষ ১৬’র লড়াইয়ে পরাজয়ের পরে ভেনাসের সাথে জুটি বেঁধে আর ডাবল্স খেলেননি। এই জুটি ২০১৪ সালের পরে ইউএস ওপেনের ডাবল্সেও খেলেননি।

ভেনাস ও সেরেনা জুটি বেঁধে গ্র্যান্ড স্ল্যাম ডাবল্সে দীর্ঘদিন ধরে আধিপত্য দেখিয়েছেন। তাঁরা জিতেছেন ১৪টি স্ল্যাম শিরোপা; সাথে রয়েছে তিনটি অলিম্পিক স্বর্ণপদক। ১৪ গ্র্যান্ড স্ল্যাম ডাবল্সের শিরোপার সর্বশেষটি এসেছিল ২০১৬ সালের উইম্বলডনে। এই জুটি সর্বপ্রথম গ্র্যান্ড স্ল্যামের ডাবল্সে শিরোপা জয় করেছিলেন ১৯৯৯ সালে, ফ্রেঞ্চ ওপেনে।

আগামী মাসে ৪১ বছর পা রাখতে যাওয়া সেরেনা ইতোমধ্যে ইউএস ওপেনের পরে টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের গর্বিত মালিক সেরেনার হয়তো এই আসরটিই হতে যাচ্ছে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম।

অন্যদিকে, ৪২ বছর বয়সী ভেনাস এখনো অবসরের পরিকল্পনা ঘোষণা করেননি।

Loading...