loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

টাইগারদের হারিয়ে সুপার ফোর পর্বে আফগানিস্তান


টাইগারদের হারিয়ে সুপার ফোর পর্বে আফগানিস্তান

নাজিবুল্লাহ জাদ্রানের ব্যাটিং-ঝড়ে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে শ্রীলংকাকে উড়িয়ে দেওয়ার পরে বাংলাদেশকে পরাজিত করে গ্রুপ থেকে সবার আগে টুর্নামেন্টের সুপার ফোর পর্বে উত্তরণ নিশ্চিত করলো আফগানিস্তান দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ অগাস্ট) টস জিতে প্রথমে ব্যাট করে মোসাদ্দেক হোসেনের লড়াকু ইনিংসের সুবাদে ২০ ওভারে সাত উইকেটে ১২৭ রানের সাধারণ সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে, নয় বল বাকী রেখেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে আফগানিস্তান।

এদিন বোলাররা এক পর্যায়ে কিছুটা আশা জাগালেও ১৭ বলে অপরাজিত ৪৩ রানের দারুণ ইনিংস খেলে টাইগারদের জয়ের স্বপ্নভঙ্গ করেন নাজিবুল্লাহ। দলটির আরেক ব্যাটার ইব্রাহিম জাদ্রানও ৪১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ৩১ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন। সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ২৭ বলে ২৫ রান করেছেন, শেখ মেহেদীর ব্যাট থেকে এসেছে ১৪ রান। শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান করতে পেরেছেন ১১ রান। অবশ্য, টাইগার-দলপতি চার ওভার বল করে ১৩ রানে একটি উইকেট শিকার করেছেন।

আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ও রশিদ খান তিনটি করে উইকেট শিকার করেন। 

টাইগাররা আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে। সেই ম্যাচের জয়ী দল যাবে সুপার ফোর-এ।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ
মোহাম্মদ নবি (অধিনায়ক), হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, করিম জানাত, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, আহমাদউল্লাহ ওমারজাই, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, নাভিন উল হক।

Loading...