loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর ঘোষণা


আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর ঘোষণা

মুশফিকুর রহিম ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে, টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন তিনি। এছাড়া, ঘরোয়া পর্যায়ে টি-টোয়েন্টি খেলবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

এশিয়া কাপে ব্যর্থতার পরে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। রোববার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক।

নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে মুশি লিখেছেন, “সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও ঘরোয়া টি-টোয়েন্টি খেলবেন বলেও জানিয়েছেন মুশফিক, “বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।”

উল্লেখ্য, মুশফিকুর রহিম এবারের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে চার বলে এক রান ও শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ বলে চার রান করেন। আর টাইগাররা এবার বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। 

অনেক দিন থেকেই টি-টোয়েন্টিতে রানের দেখা পাচ্ছিলেন না মুশি। তবে, অভিজ্ঞতার বিচারে টিকে ছিলেন। চলতি এশিয়া কাপের ব্যর্থতায় এই সংস্করণ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে যান তিনি। যাহোক, এর আগে নিজেই সরে দাঁড়ালেন।

মুশফিক ২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি দলের সদস্য ছিলেন। তিনি এই ফরম্যাটে এ-পর্যন্ত ১০২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৯৩ ইনিংসে ব্যাট করে ১৯.৪৮ গড়ে করেছেন ১,৫০০ রান; যার মধ্যে রয়েছে ১২৬টি চার এবং ৩৭টি ছক্কা। ছয়টি ফিফটি করা ৩৫ বছর বয়সী এই ব্যাটারের স্ট্রাইক রেট ১১৫.০৩। টি-টোয়েন্টি তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭২।

Loading...