loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

কিরিওসের কাছে হেরে মেদভেদেভের বিদায়


কিরিওসের কাছে হেরে মেদভেদেভের বিদায়

দানিল মেদভেদেভ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিয়ের শীর্ষে অবস্থান করছেন। তিনি ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়নও। তবে, এই মেদভেদেভই চলতি ইউএস ওপেনের শেষ ষোলো থেকে রোববার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার নিক কিরিওসের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন।

কিরিওসের সবশেষ উইম্বলডনের শিরোপা জেতা হয়নি ফাইনালে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের কাছে হেরে। যাহোক, মেদভেদেভের বিপক্ষে ম্যাচ‌টিতে ৩-১ সেটে জয়ের পথে তিনি খেলেছেন বেশ কিছু অসাধারণ শট। বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ৭-৬ (১৩/১১), ৩-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে নিশ্চিত করেন কোয়ার্টার-ফাইনালে উত্তরণ।

শেষ আটের লড়াইয়ে কোয়ার্টারে কিরিওসের প্রতিপক্ষ রুশ তারকা কারেন খাচানভ। তিনি প্রায় তিন ঘণ্টার লড়াইয়ের পরে স্পেনের কারেনো বুস্তাকে ৪-৬, ৬-৩, ৬-১, ৪-৬ ও ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন।

অন্যদিকে, নারীদের এককে জয়যাত্রা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের তারকা কোকো গফের। আর্থার অ্যাশ স্টেডিয়ামে চীনের ঝাং শুয়াই-এর বিপক্ষে সরাসরি সেটে জিতে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছেন ১৮ বছর বয়সী এই মার্কিন তারকা। গফ স্বাগতিকদের আশা বাঁচিয়ে রাখতে শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়ার মুখোমুখি হবেন।

Loading...