loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতলো শ্রীলংকা


ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতলো শ্রীলংকা

সংক্ষিপ্ত স্কোর কার্ড (টস: পাকিস্তান)
শ্রীলংকা: ১৭০/৬, ২০ ওভার (রাজাপক্ষে ৭১*, হাসারাঙ্গা ৩৬; রউফ ৩/২৯)
পাকিস্তান: ১৪৭/১০, ২০ ওভার (রিজওয়ান ৫৫, ইফতেখার ৩২; মধুশান ৪/৩৪)
ফলাফল: শ্রীলংকা ২৩ রানে জয়ী

এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলংকা ক্রিকেট তারুণ্যনির্ভর দল নিয়েই ভারত-পাকিস্তানের মতো হট ফেভারিটদের টপকে শিরোপা জিতলো। এশিয়া কাপের পঞ্চদশ আসরের ফাইনালে রোববার (১১ সেপ্টেম্বর) পাকিস্তানকে ২৩ রানে পরাজিত করে টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ভানুকা রাজাপক্ষের ৪৫ বলের ৭১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ছয় উইকেটে ১৭০ রান করে শ্রীলংকা। জবাবে, পাকিস্তান ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪৭ রান করতে পেরেছে।

এদিন শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে পাওয়া-প্লেতে প্রতিপক্ষের তিন উইকেট ফেলে দেয় পাকিস্তান। এর মাধ্যমে এবারের এশিয়া কাপে পাওয়া-প্লেতে প্রতিপক্ষের সর্বোচ্চ ১৩ উইকেট নেয়ার নজির গড়লেন পাকিস্তানের বোলাররা।

বোলারদের দাপটের মধ্যে যাঁর হাত ধরে শ্রীলংকার রানের চাকা সচল ছিল, সেই ধনাঞ্জয়াকে অষ্টম ওভারে বিদায় করেন এবারের আসরে পাঁচ ম্যাচে দ্বিতীয় ওভার করতে আসা অফ-স্পিনার ইফতিখার আহমেদ। ইফতিখারকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ধনাঞ্জয়া চারটি চারে ২১ বলে ২৮ রান করেন।

ধনাঞ্জয়া ফেরার পরের ওভারে শ্রীলংকার পঞ্চম উইকেটের পতন ঘটান লেগ-স্পিনার শাদাব খান। শাদাবের মিডল-স্টাম্পের ফুল পিচড বলকে স্লগ সুইপ করতে গিয়ে ভুল শটে বোল্ড হন অধিনায়ক দাসুন শানাকা। তিন বলে দুই রান করেছেন তিনি। শানাকার আউটে নবম ওভারে ৫৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে মহাচাপে পড়ে শ্রীলংকা। দলকে সেই চাপ থেকে রক্ষা করার চেষ্টা করেন রাজাপক্ষে ও হাসারাঙ্গা ডি সিলভা। রানের গতি বাড়িয়ে পাকিস্তানের বোলারদের চাপ সৃষ্টির চেষ্টা করেন রাজাপক্ষে-হাসারাঙ্গা জুটি। পরের ছয় ওভারে ছয়টি চার ও এক ছক্কা মারেন তাঁরা। চতুর্দশ ওভারে শ্রীলংকার রান ১০০ স্পর্শ করে। ঐ ওভার শেষে পাঁচ উইকেটে ১০৬ রান করে দলটি।

পঞ্চদশ ওভারের দ্বিতীয় বলে জুটিতে ৫০ রান পূর্ণ করেন রাজাপক্ষে ও হাসারাঙ্গা। আর তৃতীয় ও চতুর্থ বলে দু’টি চার মেরে পঞ্চম ডেলিভারিতে আউট হন হাসারাঙ্গা। রউফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩৬ রানে থামতে হয় তাঁকে। ২১ বলের ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা মেরেছেন হাসারাঙ্গা।

পঞ্চদশ ওভারে দলীয় ১১৬ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে হাসারাঙ্গার বিদায়ে রানের গতি কমে যায় শ্রীলংকার। পরের ১০ বলে কোনো বাউন্ডারি পাননি তাঁরা।

নাসিমের করা সপ্তদশ ওভারে দু’টি ছক্কা মারেন রাজাপক্ষে ও চামিকা করুনারত্নে। আর অষ্টাদশ ওভারে চতুর্থ বলে জীবন পেলেও শেষ বলে এক রান নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন রাজাপক্ষে। ৩৫ বলে হাফ-সেঞ্চুরিতে পৌঁছাতে পাঁচটি চার ও একটি ছয়ের সহায়তা নেন তিনি।

হাসনাইনের করা ঊনবিংশ ওভারের প্রথম পাঁচ বল থেকে মাত্র দুই রান নিতে পেরেছেন রাজাপক্ষে ও করুনারত্নে। অবশ্য, ছক্কা মেরে ওভারটি শেষ করেন রাজাপক্ষে।

শেষ ওভারে বল হাতে আক্রমণে আসেন নাসিম। প্রথম চার ডেলিভারিতে পাঁচ রান এসেছে। রাজাপক্ষে পঞ্চম বলে চার আর শেষ বলে এক্সট্রা কভার দিয়ে ছক্কা মারেন। ফলে, ২০ ওভারে ছয় উইকেটে ১৭০ রানের সংগ্রহ পায় শ্রীলংকা।

সপ্তম উইকেটে চামিকা করুনারত্নের সাথে ৩১ বলে অবিচ্ছিন্ন ৫৪ রান যোগ করেন রাজাপক্ষে। সেখানে ১৭ বলে ৩৪ রান রাজাপক্ষের করা। ছয়টি চার ও তিনটি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৭১ রান করেছেন রাজাপক্ষে। ১৪ বলে ১৪ রান করেন করুনারত্নে। 

পাকিস্তানের রউফ চার ওভারে ২৯ রানে তিন উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ২২ রান করা পাকিস্তান পরপর দুই বলে বাবর আজম ও ফখর জামানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে ওয়ানডের স্টাইলে ব্যাটিং করে ৫৯ বলে ৭১ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। তবে, দুই উইকেটে ৯৩ রান করা পাকিস্তান এরপর ৫৪ রানের ব্যবধানে আট উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

ইনিংসের শেষ দিকে অল্পসময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি, খুশদিল শাহ, শাদাব খান, নাসিম শাহ ও হারিস রউফরা। শেষ দিকের চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৪৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান দল।

শ্রীলংকার প্রমোদ মধুশান ৩৪ রানে চারটি ও হাসারাঙ্গা ডি সিলভা ২৭ রানে তিন উইকেট শিকার করেছেন।

Loading...