loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চ্যাম্পিয়ন্স লিগে বার্সা-বায়ার্ন মুখোমুখি


চ্যাম্পিয়ন্স লিগে বার্সা-বায়ার্ন মুখোমুখি

জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ ও স্পেনের এফ সি বার্সেলোনা ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মুখোমুখি হবে। গ্রুপ ‘সি’র এই ম্যাচটি হবে বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

এমন এক হাইভোল্টেজ ম্যাচের আগে স্বস্তিতে নেই বায়ার্ন। কেননা, দলটির সাম্প্রতিক ফর্ম মোটেই ভালো যাচ্ছে না। বুন্দেসলিগায় টানা তিন ম্যাচে জয়হীন রয়েছে জার্মান জায়ান্টরা। তার ওপর আবার নিজেদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা তারকা রবার্ট লেভান্ডোস্কি যোগ দিয়েছেন বার্সায়।

অবশ্য, বার্সার বিপক্ষে মাঠে নামার আগে চাপে নেই বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন বায়ার্ন কোচ হুলিয়ান নাগেল্সমান। তিনি বলেন, ‘চাপ শুধু একটি আলোচনার বিষয়। এই ম্যাচের আগে আমরা জিতলে যেভাবে প্রস্তুতি নিতাম, এখনো সেভাবেই নিচ্ছি। আমরা অনুশীলন করছি, প্রতিপক্ষকে বিশ্লেষণ করছি; এবং বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ের জন্য একটা ভালো পরিকল্পনা সাজাবো।’

অন্যদিকে, লা লিগায় পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বার্সা রয়েছে দারুণ ছন্দে। লিগে দুইদিন আগেই কাদিজকে ৪-০ গোলে হারিয়েছে ক্যাটালান ক্লাবটি। দারুণ ফর্মে রয়েছেন গত গ্রীষ্মের দলবদলে বায়ার্ন ছেড়ে বার্সায় যোগ দেওয়া লেভান্ডোস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে নয়টি গোল করা হয়ে গেছে তাঁর।

বার্সেলোনা দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগেরই কোয়ার্টার-ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। এবার দেখার বিষয়, জাভি হার্নান্দেজেরে শিষ্যরা মঙ্গলবার সেই পরাজয়ের প্রতিশোধ নিতে পারেন কি-না।

Loading...