loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জিতে গর্বিত জ্যোতি


শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জিতে গর্বিত জ্যোতি

সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১১জন ব্যক্তির হাতে গত রোববার ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি-ও।

শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড জিতে উচ্ছসিত জ্যোতি। বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। সেখান থেকে এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানিয়েছেন জ্যোতি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জ্যোতি বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃৃক আয়োজিত শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে আমাকে মনোনীত করায় আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলকে। এটি আমার ও আমার পরিবারের জন্য অনেক গর্বের বিষয়, যা আমাকে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে।’

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাছাইপর্ব টপকে যেতে পারলেই মূলপর্বে খেলবে বাংলাদেশ।

বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। সেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ – আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। তাঁরা পরেরদিনই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন। আর ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

‘বি’ গ্রুপে রয়েছে – জিম্বাবুয়ে, থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত।

Loading...