loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

ভুটানকে আট গোলে হারিয়ে সাফ-এর ফাইনালে বাংলাদেশ; সাবিনার হ্যাটট্রিক


ভুটানকে আট গোলে হারিয়ে সাফ-এর ফাইনালে বাংলাদেশ; সাবিনার হ্যাটট্রিক

সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে বাংলাদেশ ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিলেন। ম্যাচের ১৮, ৫৩ ও ৯০ মিনিটে গোল করে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন সাবিনা।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে মনিকা চাকমার ক্রসের বল ডি বক্সে সিরাত জাহান স্বপ্না পেয়ে গেলে ভুটানের গোলরক্ষক সঙ্গীতা মনগের এগিয়ে আসেন; তাঁকে কাটিয়ে দিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন স্বপ্না (১-০)।

অষ্টাদশ মিনিটে মারিয়া মান্ডার পাসে সাবিনা গোলরক্ষককে কাটিয়ে মাটি কামড়ানো আড়াআড়ি শটে গোল করেন (২-০)।

৩০তম মিনিটে বদলি নামা রিতুপর্না চাকমার ক্রসের বলে কৃষ্ণারানি সরকার স্বভাবসুলভ দর্শনীয় হেডে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ৩৫তম মিনিটে ডি বক্সে ভুটানের গোলরক্ষকের হাত ফস্কে বল বের হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান রিতুপর্না। ফলে, ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফেরার পরও গোলের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ দল। ৫৩ মিনিটে কৃষ্ণার ক্রসের বল সাবিনা ঠান্ডা মাথায় বল জালে জড়ালে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

তিন মিনিট পরে, ডি বক্সের  বাইরে থেকে সাবিনার ফ্রি কিক ভুটানের গোলরক্ষকের হাত থেকে ফস্কে গেলে মাসুরা পারভিন টোকা দিয়ে বল জালে জড়ান (৬-০)।

এরপরও, একাধিক আক্রমণ করলেও গোল করতে পারেনি বাংলাদেশ। এ-সময় অবশ্য ভুটান কিছুুটা চড়াও হয়ে প্রতি-আক্রমণ করেছে। যদিও, তাঁদের বেশীরভাগ আক্রমণ রুখে দিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা।

৮৭তম মিনিটে বদলি খেলোয়াড় তহুরা খাতুনের গোলে ৭-০ ব্যবধান রচনা করে বাংলাদেশ। ইনজুরি টাইমে (৯০+৩) মধ্যমাঠ থেকে সাবিনা বল পেয়ে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করে হ্যাটট্রিক করেন।

একই দিনে, দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপাল ১-০ গোল ভারতকে পরাজিত করে ফাইনালে উঠেছে। অর্থাৎ, সোমবার (১৯ সেপ্টেম্বর) ফাইনালে একই মাঠে স্বাগতিক দলের মুখোমুখি হবেন সান্জিদা আক্তার-আঁখি খাতুনরা।

Loading...