loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

প্রিমিয়ার লিগ মাঠে ফেরার দিনে ভিলা ও ফুলহ্যামের জয়


প্রিমিয়ার লিগ মাঠে ফেরার দিনে ভিলা ও ফুলহ্যামের জয়

রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে এক সপ্তাহ বন্ধ থাকার পরে পুনরায় মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত দুটি ম্যাচে জয়ী হয়েছে অ্যাস্টন ভিলা ও ফুলহ্যাম। সাদাম্পটনকে ১-০ গোলে পরাজিত করে অ্যাস্টন ভিলা তোপের মুখে থাকা কোচ স্টিভেন জেরার্ডের উপর থেকে কিছুটা হলেও চাপ কমিয়েছে। আরেক ম্যাচে ফুলহ্যাম ৩-২ গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে তিন পয়েন্টই অর্জন করেছে।

সোমবার রাণীর অন্ত্যষ্টিক্রিয়া সামনে রেখে পর্যাপ্ত পুলিশের অভাবে রোববার ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিড্স এবং চেল্সি বনাম লিভারপুলের মধ্যকার ম্যাচ দুটি  স্থগিত করা হয়েছে। এছাড়া, ট্রেন ধর্মঘটের কারণে আগে থেকে বাতিল হয়ে যাওয়া ব্রাইটন বনাম ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচটিও হবে না।

শুক্রবার অনুষ্ঠিত দুই ম্যাচের আগেই রাণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়, জাতীয় সংগীত বাজানো হয়। সপ্তাহের বাকি ম্যাচগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। রাণীর ৭০ বছরের দীর্ঘ শাসনামলের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য উভয় স্টেডিয়ামে ম্যাচের ৭০ মিনিটে সমর্থকরা শ্রদ্ধা জানিয়েছে।

ভিলা ম্যানেজার জেরার্ড মৌসুমের শুরু থেকেই নিজের চাকরি বাঁচানোর লড়াই করে যাচ্ছেন। রেলিগেশন জোনের চেয়ে এক স্থান উপরে থেকে এদিন ম্যাচ শুরু করেছিল ভিলা। জ্যাকব রামসের প্রথমার্ধের গোলে ভিলার জয় নিশ্চিত হয়। এই জয়ে জেরার্ডের পাশাপাশি পুরো ভিলা শিবিরই স্বস্তি ফিরে এসেছে। গত পাঁচ ম্যাচে এটাই ক্লাবটি প্রথম জয়। দুই সপ্তাহ আগে লিগের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সাথে তারা ১-১ গোলে ড্র করেছিল। গত মৌসুম মিলিয়ে এ-নিয়ে ১১ লিগ ম্যাচে এই দ্বিতীয়বারের মতো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো ভিলা। ১২ ম্যাচ পরে এই প্রথম দলটি কোনো গোল হজম করেনি।

ম্যাচ শেষে জেরার্ড বলেছেন, ‘এটা সত্যিকার অর্থেই অনেক বড় একটি জয়; যদিও ম্যাচের ছন্দ খুব একটা ভালো ছিল না। কিন্তু, যেভাবেই হোক – এই মুহূর্তে জয়টা জরুরি। আমি সত্যিই ছেলেদের নিয়ে দারুণ গর্বিত। ফুটবলে এমন দুঃসময় আসতেই পারে – সেটা কাটিয়ে ওঠাই গুরুত্বপূর্ণ। আমাদের জন্য পুরো সময়টা বেশ কঠিন ছিল। কিন্তু, আমি সামনে এগিয়ে যেতে চেয়েছি, ছেলেদের রক্ষা করতে চেয়েছি। এই সময়ে আমাদের অনেক সমালোচনা শুনতে হয়েছে।’

জেরার্ড এদিনের মূল একাদশে ফিলিপ কটিনিয়োকে রেখেছিলেন। অতি জরুরি এই জয়ে সাবেক লিভারপুল ফরোয়ার্ড গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ৪১ মিনিটে ব্রাজিলিয়ান এই তারকার হেড সাউদাম্পটন গোলরক্ষক গাভিন বাজুনু কর্নারের মাধ্যমে  রক্ষা করেন। কর্নার থেকে ওলি ওয়াটকিন্সের হেডে বাজুনু রক্ষা করলে ছয় গজ দূর থেকে ফিরতি বল জালে জড়ান রাম্সে। যদিও রামসের অফসাইড পজিশন নিশ্চিত করতে ভিএআর প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছিল।

এ-নিয়ে লিগে ১৯ ম্যাচের ১৩টিতেই পরাজিত হওয়া সাদাম্পটনের কোচ রাল্ফ হাসেনহাটল আন্তর্জাতিক বিরতির আগে চাপের মধ্যে রইলেন।

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া দুটি ক্লাব হলো – ফরেস্ট ও ফুলহ্যাম। শুক্রবার পরস্পর মোকাবেলায় পেরে উঠেনি ফরেস্ট। মৌসুমের শুরুটা অপ্রত্যাশিত দারুণভাবে করায় ফুলহ্যাম বর্তমানে লিভারপুল ও চেল্সিকে পেছনে ফেলে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। কিন্তু, তলানি থেকে দ্বিতীয় স্থানে থাকা ফরেস্ট এনিয়ে টানা চার পরাজয়ে চাপের মধ্যে রয়েছে। শেষ তিন ম্যাচে দলটি ১২ গোল হজম করেছে।

সিটি গ্রাউন্ডে একাদশ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার টাইও আয়োনিয়ির গোলে এগিয়ে যায় স্বাগতিক ফরেস্ট। ৫৪ মিনিটে উইলিয়ানের কর্নার থেকে দারুণ এক হেডে সমতা ফেরান টোসিন আডারাবিও। তিন মিনিট পরে ২০ গজ দুর থেকে হুয়াও পালহিনহার গোলে এগিয়ে যায় মার্কো সিলভার দল। ৬০ মিনিটে ববি ডিকোরডোভা-রেইডের ক্রস থেকে হ্যারিসন রিড তৃতীয় গোলটি করেন। ৭৭ মিনিটে জেসে লিঙ্গার্ডের  বাড়ানো বল থেকে লুইস ও‘ব্রায়ান ফরেস্টের হয়ে এক গোল পরিশোধ করলেও তা শেষ পর্যন্ত দলের পরাজয় এড়াতে পারেনি।

Loading...