loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

মাদ্রিদ ডার্বিসহ টানা ছয় ম্যাচ জিতে লা লিগার শীর্ষে রিয়াল


মাদ্রিদ ডার্বিসহ টানা ছয় ম্যাচ জিতে লা লিগার শীর্ষে রিয়াল

লা লিগায় রিয়াল মাদ্রিদ নগর-প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে থামিয়ে ২-১ গোলে জিতে মাঠ ছেড়েছে। প্রতিপক্ষের মাঠে রোববারের (১৮ সেপ্টেম্বর) হাইভোল্টেজ ম্যাচের অষ্টাদশ মিনিটে কার্লো আনচেলত্তির দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ৩৬ মিনিটে আরেক গোল করেন উরুগুয়াইন ফেদেরিকো ভালভার্দে। মারিও এমোসো ৮৩ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে এক গোল শোধ দিতে পেরেছেন।

এবার ঘরোয়া লিগে এই নিয়ে টানা ছয় পেলো রিয়াল। সব আসর মিলিয়ে ক্লাবটি জিতলো টানা নয় ম্যাচ। এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনা। ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল বেটিস তিনে থাকলেও ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে অ্যাটলেটিকো।

এদিন খেলার শুরু থেকেই দুই দল ছিল আগ্রাসী মেজাজ। অবশ্য, শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে অ্যাটলেটিকো। ছয় মিনিটে ফেলিপের হেড অল্পের জন্য বারের উপর দিয়ে গেলে রক্ষা পায় রিয়াল। পরের কয়েক মিনিটেও আক্রমণ বৃদ্ধি করে ব্যর্থ হয়েছে স্বাগতিক ক্লাবটি।

১৮ মিনিটে আসে রিয়ালের আনন্দের উপলক্ষ। আহেলিয়া চুয়ামেনির বাড়ানোর বল ধরে বক্সে ঢুকে ভলিতে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন রদ্রিগো।

পিছিয়ে পড়ে মরিয়া হয়ে উঠা দিয়েগো সিমিওনের দল আবার হতাশ হয় ৩৬ মিনিটে। লুকা মদ্রিচকে পাস দিয়ে প্রতিপক্ষের সীমানার দিকে ছুটে যান ভিনি। তাঁর নেওয়া শট পোস্টে লেগে দিক বদল হলে তা পেয়ে যান ফাঁকায় থাকা ভালভার্দে; তিনি সহজেই বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোলে পিছিয়ে থাকার পরে কিছুটা ব্যাকফুটে চলে যায় অ্যাটলেটিকো; ফেরার চেষ্টা চালালেও আক্রমণে ছিল না তেমন ধার। ৮৩ মিনিটে অবশ্য থিবো কর্টোয়ার ভুলে একটি গোল পেয়ে যায় দলটি। কর্নার পাঞ্চ করে ক্লিয়ার করতে গিয়ে তালগোল পাকান রিয়াল-গোলরক্ষক। সেখান থেকে বল পেয়ে সহজেই জালের দেখা পান এমোসো (২-১)।

যাহোক, বাকি সময় রক্ষণভাগ সামলে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

Loading...