loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

সাফ চ্যাম্পিয়নশিপের সবগুলো পুরস্কারই বাংলাদেশের দখলে


সাফ চ্যাম্পিয়নশিপের সবগুলো পুরস্কারই বাংলাদেশের দখলে

বাংলাদেশ নারী ফুটবল দল সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবারের (১৯ সেপ্টেম্বর) ম্যাচের ত্রয়োদশ মিনিটে প্রথম গোলটি করেন কয়েক মিনিট আগে সিরাত জাহান স্বপ্নার বদলি হিসেবে নামা শামসুন্নাহার জুনিয়র। পরে, দুই গোল করে বাংলাদেশকে প্রথম শিরোপার স্বাদ দেন কৃষ্ণা রাণী সরকার।

এর আগে, নেপালের সঙ্গে আটবারের সাক্ষাতে ছয়বার পরাজিত হয়েছিল বাংলাদেশ। দুইবার ড্র করতে পেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ দল পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করায় সবগুলো পুরস্কারই অর্জন করেছে। শিরোপার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতেছে গোলাম রব্বানী ছোটনের দল।

বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন গোলের বন্যা বইয়ে দিয়েছেন। ফাইনালে গোল না পেলেও এর আগের চার ম্যাচে করেছেন আট গোল। এর মধ্যে রয়েছে দুইটি হ্যাটট্রিক – যা টুর্নামেন্টের সর্বোচ্চ। লিগ পর্বে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেন সাবিনা। এরপর, সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচেও হ্যাটট্রিক করেন গোলমেশিনখ্যাত সাবিনা। সাফ-এর মঞ্চে গোলদাতার তালিকায় শীর্ষস্থানটিও তাঁরই। এ-পর্যন্ত সাফ-এর ছয়টি আসর খেলা সাবিনার গোলসংখ্যা ২২।

টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে এবার গোল্ডেন বুটও জিতেছেন বাংলাদেশ-দলপতিই। 

এছাড়া, সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন রূপনা চাকমা; যেটিও প্রায় অনুমিতই ছিল। কেননা, মাঠে দলের অন্যান্য সদস্যদের মতো তিনিও ছিলেন এক কথায় অসাধারণ। এই প্রতিযোগিতায় দলের স্কোর করা ২৩ গোলের বিপরীতে তিনি হজম করেছেন মাত্র একটি।

Loading...