loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সেমিতে টাইগ্রেসরা


যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সেমিতে টাইগ্রেসরা

বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই জয়ী হলো। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ১৪ রানে আয়ারল্যান্ডকে পরাজিত করেছিল । এর পরেরদিনই স্কটল্যান্ডের বিরুদ্ধে ছয় উইকেটের জয়ে সেমিফাইনালে উত্তরণ নিশ্চিত করে টাইগ্রেসরা। আর বুধবার (২১ সেপ্টেম্বর) তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫৫ রানে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষস্থান অর্জন করলো। ‘এ’ গ্রুপে রানার্স আপ হয়ে আয়ারল্যান্ডও সেমিফাইনালে উঠেছে।

বাংলাদেশ দল দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপ রানার্স-আপ থাইল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এদিনই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।

বুধবার টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। ২০ রানে ওপেনার শামিমা সুলতানার উইকেট হারানোর পরে মুরশিদা খাতুনের সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় উইকেটে ৯৮ বলে ১৩৮ রানের জুটি গড়েন মুরশিদা ও জ্যোতি। তাঁদের জুটিতে দলীয় রান দেড়শ ছাড়িয়ে যায়।

ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ করে ফেরার আগে ৬৪ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৭৭ রান করে অপরাজিত ছিলেন মুরশিদা। আর ৪০ বল খেলে ছয়টি চার আর এক ছক্কায় অপরাজিত ৫৬ রান করেছেন টাইগ্রেস-দলপ্রধান।

১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তিন উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ৭৪ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ।

বাছাইপর্বের ফাইনালিস্ট দুই দল আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের অনুষ্ঠেয় মূলপর্বে খেলার সুযোগ পাবে।

Loading...