loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

টাইগ্রেসদের টি-২০ বিশ্বকাপে উত্তরণ অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে


টাইগ্রেসদের টি-২০ বিশ্বকাপে উত্তরণ অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১২০/৮ (ফারজানা ৬১, রুমানা ২১, রিতু ৯; ডেলানি ৩/২৭, কেলি ২/১৭, মারে ২/২১, রিচার্ডসন ১/২১)
আয়ারল্যান্ড নারী দল: ২০ ওভারে ১১৩/৯ (কেলি ২৮*, রিচার্ডসন ১৮, ওয়ালড্রন ১৯; রুমানা ৩/২৪, সান্জিদা ২/১৬, নাহিদা ২/৩১, সোহেলি ২/২০)
ফলাফল: বাংলাদেশ সাত রানে জয়ী

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। রোববার (২৫ সেপ্টেম্বর) বাছাইপর্বের ফাইনালে নিগার সুলতানা জ্যোতির দল সাত রানে হারিয়েছে আয়ারল্যান্ড নারী দলকে। এর আগে, সেমিফাইনাল জিতেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল ফাইনালের দুই দল বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের শিরোপা জিতলো বাংলাদেশ। আবুধাবিতে অনুষ্ঠিত বাছাইপর্বের ফাইনালে টাইগ্রেসরা সাত রানের আয়ারল্যান্ডকে হারিয়েছে। ফারজানার হাফ সেঞ্চুরির সুবাদে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে আট উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডকে নয় উইকেটে ১১৩ রানেই থামতে হয়েছে।

অবশ্য, এই ফাইনালের আগেই আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল এই দুই দেশ।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার ফারজানা হক। তাঁর ৫৫ বলের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে রুমানা আহমেদের ব্যাট থেকে। এই দু’জন ছাড়া বাকি ব্যাটারদের কেউই দুই অংক ছুঁতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ (নয় রান) করেছেন রিতু মনি।

আয়ারল্যান্ডের হয়ে তিন উইকেট শিকার করেছেন লাউরা ড্যানলি। দুটি করে উইকেট পেয়েছেন আর্লেন কেলি ও কারা মারে।

রান তাড়ায় নেমে আয়ারল্যান্ড দলীয় ছয় রানেই প্রথম উইকেট হারায়। এরপর টপাটপ উইকেট পড়তে থাকে দলটির। ৫৮ রানে সাত উইকেট হারিয়ে তাঁরা প্রায় তখনই হেরে বসেছিল। যাহোক, আর্লেন কেলির অপরাজিত ২৮* আর মেরি ওয়াট্সনের ১৭ বলে ১৯ রানে তিন অংক পার হয় আয়ারল্যান্ডের স্কোর।

বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ ২৪ রানে তিন উইকেট শিকার করেন। দুইটি করে উইকেট পেয়েছেন সান্জিদা আক্তার, নাহিদা আক্তার ও সোহেলী আক্তার।

উল্লেখ্য, একই দিনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে সাত রানে হারিয়েছে বাংলাদেশ পুরুষ দল।

Loading...