loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

মহালয়া অনুষ্ঠিত, শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু


মহালয়া অনুষ্ঠিত, শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু

শুভ মহালয়ার মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছে রোববার (২৫ সেপ্টেম্বর)। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন – শুভ মহালয়া। রোববার ভোর থেকেই শুরু হয়েছে দেবীপক্ষ। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

পুরাণ অনুযায়ী, এদিন কৈলাশের শ্বশুরালয় থেকে সন্তানদের নিয়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। ফলে, মন্দিরে মন্দিরে চন্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আবাহন। চলে, দেবীর চক্ষু দানের প্রস্তুতি।

আগামী ১ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। তবে, মূলত রোববার থেকেই দুর্গাপূজার আগমনধ্বনি শোনা যাচ্ছে।

দুর্গাপূজার সূচনার এই দিনটি সারাদেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়েছে। এদিন ভোর ছয়টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। দেশের অন্যান্য মন্দিরেও এ-উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেবী দুর্গার আগমনী উপলক্ষে দিনটি উদযাপন করতে ভোরে বনানী মাঠে দেবীবরণের আয়োজন করেছিল গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন। একইভাবে, রমনা কালী মন্দির এবং লোকনাথ বাবার আশ্রমেও মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করে এই অনুষ্ঠানগুলো।

বনানী পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শুভ মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ বলেন, যে-অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ রাষ্ট্র রচিত হয়েছে, সেই ভিত্তি মজবুত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে হবে। তিনি বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম সব ধর্মের মূল মর্মবাণী – মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন এবং মানুষের কল্যাণকে চেতনায় ধারণ ও অনুশীলন করলে দেশ, সমাজ, পৃথিবী অনেক শান্তিময় হতো; ধর্মের ভিত্তিতে হানাহানি থাকতো না। আমাদের দেশে যে-অপশক্তি সাম্প্রদায়িকতা ছড়াতে চায়, মাঝেমধ্যে ফণা তুলে দাঁড়াতে চায়, ছোবল মারতে চায়, সেই অপশক্তিকে সবাই মিলে দমন করতে হবে। তাহলেই, যে-চেতনার ভিত্তিতে রাষ্ট্র রচিত হয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থার ভিত আমরা আরও মজবুত করতে পারবো।’

এদিন ভোর ৬টা ২ মিনিটে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথি ও আয়োজকবৃন্দ। শিল্পী মনোজ সেনগুপ্তের সঞ্চালনায় ফাউন্ডেশনের সভাপতি পান্না লাল দত্ত, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ঘোষ, শিল্পী লাল দত্ত প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সারাদেশে এ-বছর ৩২,১৬৮টি মন্ডপে দুর্গাপূজা হবে। গত বছর সারাদেশে মন্ডপের সংখ্যা ছিল ৩২,১১৮টি।

Loading...