loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

শ্রীলংকার শেহানের অতিপ্রাকৃত উপন্যাস লিখে বুকার অর্জন


শ্রীলংকার শেহানের অতিপ্রাকৃত উপন্যাস লিখে বুকার অর্জন

২০২২ সালের বুকার পুরস্কার পেলেন শ্রীলংকার লেখক শিহান করুনাতিলাকা। অতিপ্রাকৃত কাহিনি নিয়ে লেখা ব্যঙ্গাত্মক উপন্যাস ‘দি সেভেন মুন্স অফ মালি আলমেইডা’র জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

ব্রিটেনের কুইন অফ কনসর্ট ক্যামিলা সোমবার (১৭ অক্টোবর) লন্ডনে এক অনুষ্ঠানে শিহানের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে সম্মানিত ও গর্বিত বলে মন্তব্য করেছেন শিহান।

করুনাতিলাকার উপন্যাসটি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ-পরবর্তী প্রেক্ষাপট নিয়ে লেখা।

বুকার পুরস্কার যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেওয়া হয়। এই পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। সংক্ষিপ্ত তালিকায় থাকা মনোনীত বাকি পাঁচ লেখককেও দেওয়া হয়েছে আড়াই হাজার পাউন্ড করে।

Loading...