loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

নেদারল্যান্ডসকে সহজেই হারিয়ে পাকিস্তানের প্রথম জয়


নেদারল্যান্ডসকে সহজেই হারিয়ে পাকিস্তানের প্রথম জয়

ভারত ও জিম্বাবুয়ের কাছে পরাজয়ের পরে অবশেষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেলো পাকিস্তান। সুপার টুয়েল্ভ গ্রুপ-২ এ রোববার (৩০ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তান ছয় উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে।

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারে করুণ পরাজয়ের ধাক্কা কাটানোর জন্য জিততে মরিয়া ছিল পাকিস্তান। অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো বাবর আজমের দল।

নেদারল্যান্ডসকে রোববার (৩০ অক্টোবর) অল্প রানে বেঁধে ফেলার কাজটা করেছিলেন পাকিস্তানের বোলাররাই। এরপরে, মোহাম্মদ রিজওয়ান ও অন্যান্যদের অবদানে সেই লক্ষ্য পাড়ি দিতে একদমই বেগ পেতে হয়নি দলটিকে।

পার্থ-এ দুই নম্বর গ্রুপের খেলায় নেদারল্যান্ডসকে ছয় উইকেটে হারিয়েছে বাবর-বাহিনী। এদিন টসে জিতে ব্যাটিং নিয়ে ভরাডুবির শিকার হয় ডাচরা। শাদাব খান (৩-২২) ও মোহাম্মদ ওয়াসিমের (২-১৫) বোলিং তোপে নয় উইকেট হারিয়ে ৯১ রান করতে সক্ষম হয় স্কট অ্যাডওয়ার্ডসের দল।

৪৯ রান করে রান তাড়ায় নেতৃত্ব দেন পাকিস্তানের রিজওয়ান। শেষদিকে, রিজওয়ান ও শান মাসুদ ফিরলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইফতিখার আহমেদ ও শাদাব খান।

২২ রানে তিন উইকেট শিকার করায় শাদাবই হয়েছেন ম্যাচ-সেরা।

পাকিস্তান আগামী ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে । নেদারল্যান্ডস ২ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে।

Loading...