loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

  • ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

  • প্রীতিম্যাচে স্পেনকে রুখে দিলো ব্রাজিল

  • একই মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ ও শব্দ সৈনিক

  • বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান

আয়ারল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া


আয়ারল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার (৩১ অক্টোবর) আয়ারল্যান্ডকে ৪২ রানে পরাজিত করে সেমিফাইনালে উত্তরণের আশা বাঁচিয়ে রাখলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ব্রিসবেনে সুপার টুয়েল্ভ পর্বে এই ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে ১৭৯ রান করে। জবাবে, ১৮.১ ওভারে ১৩৭ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।

এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এলো অ্যারন ফিঞ্চের দল।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তৃতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে, আরেক ওপেনার দলপতি ফিঞ্চ করেছেন অর্ধশত রান। তাঁর সংগ্রহ ৪৪ বলে ৬৩। মার্কাস স্টয়নিস করেছেন ৩৫ (২৫ বলে)। মিশেল মার্শের ব্যাট থেকে ২২ বলে এসেছে ২৮ রান।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। একে একে আউট হন টপ থেকে মিডল অর্ডারের সব ব্যাটার। ৬৮ রান করতেই ছয় উইকেট হারিয়ে ফেলে দলটি। পুরো ইনিংসে দুই অংক স্পর্শ করতে পেরেছেন মাত্র চারজন ব্যাটার। এর মধ্যে, প্রায় একাই লড়াই চালিয়ে গেছেন আইরিশ অধিনায়ক লোর্কান টাকা। শেষ পর্যন্ত ৪৮ বলে নয় চার ও এক ছক্কায় ৭১ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার।

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, গ্লেন মাক্সওয়েল, মিশেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা দুইটি করে উইকেট শিকার করেছেন। এক উইকেট পেয়েছেন স্টয়নিস।

আয়ারল্যান্ডকে ১০৪ বা তার নিচে অলআউট করতে পারলেই ইংল্যান্ডকে নেট রানরেটে (+০.২৩৯) পেছনে ফেলে দিতো অস্ট্রেলিয়া। কিন্তু, আইরিশ দল তা হতে দেয়নি। যাহাক, বড় ব্যবধানে জিতে পয়েন্ট তালিকায় কিছুটা সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল অজিরা।

Loading...