loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

টাইগারদের ভারতের কাছে হারতে হলো বৃষ্টির কারণে


টাইগারদের ভারতের কাছে হারতে হলো বৃষ্টির কারণে

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বুধবার (২ নভেম্বর) পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসরের ম্যাচে আগে ব্যাট করে ছয় উইকেটে ১৮৪ রান করে ভারত। টার্গেট তাড়ায় লিটন দাসের ব্যাটিং-তাণ্ডবে সাত ওভারে ৬৬ রান করে জয়ের পথেই ছিল টাইগাররা। কিন্তু, এরপর বৃষ্টি শুরু হলে আউটফিল্ড ভিজে যায়; রান তাড়া করা কষ্টকর হয়ে ওঠে। কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান করা বাংলাদেশ পরের ৪০ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। শেষ বলে বাংলাদেশকে পাঁচ রানে হারিয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো ভারত।

ওপেনার লিটন দাসের ঝড়ো  ইনিংসের পরও ভারতের কাছে হারতে হলো বাংলাদেশ দলকে। জয়ের জন্য ১৮৫ রানের টার্গেটে ওপেনার হিসেবে ইনিংস শুরু করে ভারতীয় বোলারদের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন লিটন দাস। ভারতের বোলারদের তুলোধুনো করে ২১ বলে লিটনের হাফ-সেঞ্চুরিতে সাত ওভারে বিনা উইকেটে ৬৬ রান পেয়ে যায় বাংলাদেশ। এরপর বৃষ্টি নামলে ম্যাচে ১৬ ওভারে ১৫১ রানের নতুন টার্গেট পায় টাইগাররা। বৃষ্টির পরে খেলা শুরু হলে দ্বিতীয় বলে লিটন রান আউট হলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ৬৮ রানে প্রথম উইকেট পতনের পর ১০৮ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দল।

শেষ দিকে নুরুল হাসান-তাসকিন আহমেদের লড়াই বাংলাদেশকে বৃষ্টি আইনে পাঁচ রানের পরাজয় থেকে রক্ষা করতে পারেনি।

এই পরাজয়ে সেমিফাইনালের দৌঁড়ে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। চার খেলায় ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো ভারত। চার খেলায় চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই থাকলো বাংলাদেশ। তিন খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ-সেরা: ভিরাট কোহলি (ভারত)

Loading...