loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

দ. আফ্রিকাকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান


দ. আফ্রিকাকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

দক্ষিণ আফ্রিকাকে ডার্ক ওয়ার্থ, লুইস ও স্টার্ন মেথড (ডিএলএস)-এ ৩৩  রানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে ৪৩ রানে চার উকেট হারালেও ইফতেখারের ৩৫ বলে ৫১ আর শাদাবের ২২ বলে ৫২ রানের সুবাদে ১৮৫ রান করে বাবর আজমের দল। জবাবে, দক্ষিণ আফ্রিকা নয় ওভারে চার উইকেটে ৬৯ রান করার পরে নামে বৃষ্টি। ৫০ মিনিট পরে খেলা শুরু হলে ১৪ ওভারে লক্ষ্য ঠিক হয় ১৪২ রান। শেষ পর্যন্ত টেম্বা বাভুমার দল নয় উইকেট হারিয়ে ১০৮ রান করতে পেরেছে।

শাদাব খান, ইফতেখার আহমেদ ও শাহিন শাহ আফ্রিদির নৈপুণ্যে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান। সুপার টুয়েল্ভ পর্বের গ্রুপ-২ এ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সিডনিতে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তান বৃষ্টি আইনে ৩৩ রানে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকাকে।

এই জয়ে চার খেলায় চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো পাকিস্তান। সমান-সংখ্যক ম্যাচে চার পয়েন্ট রয়েছে বাংলাদেশেরও। তবে, টাইগাররা রান রেটে পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

ভারত এই গ্রুপে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকার অবস্থান পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।

পাকিস্তানেকে সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া কোনো পথ খোলা নেই। সেই সাথে, শেষ রাউন্ডে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দলকে নিজ-নিজ ম্যাচে হারতে হবে। ভারত পরাজিত হলে, রান রেটের হিসেবে বসতে হবে পাকিস্তানকে।

শেষ ম্যাচে ভারত খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।  

আগামী রোববার (৬ নভেম্বর) গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। একই দিন, নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

Loading...